মোদি-শাহর ইভিএম জালিয়াতি প্রকাশ্যে। এতদিন যা ছিল বিরোধীদের অভিযোগ, সেটাই এবার হাতেনাতে ধরিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্পষ্ট হল, বিরোধীদের অবাক করে দিয়ে বিজেপি রাজ্যে রাজ্য বহু জায়গায় জিতেছিল বিগত কয়েকটি নির্বাচনে। একটু খতিয়ে দেখলেই বোঝা যেত পুরোটাই আসলে জালিয়াতি।
যেমন হল হরিয়ানার (Haryana) পঞ্চায়েতে। মোহিত কুমার তিন বছর আগে পঞ্চায়েত ভোটে হেরে যান। এরপর বোর্ড গঠন করে তার বিরোধী দল কাজ শুরু করে দেয়। কিন্তু হাল ছাড়েননি মোহিত। কোর্টের কাছে বারবার পুনর্গণনার দাবি জানান। সুপ্রিম দিন কয়েক আগে ফের গণনার নির্দেশ দেয়। আর সেই গণনাতেই বেরিয়ে এল আসল ফলাফল। আসলে জিতেছেন মোহিত কুমার। বিচারপতির নির্দেশ জয়ী ঘোষণা করা হল তাকে।
আরও পড়ুন: ঠ্যালার নাম বাবাজি, প্রধানমন্ত্রীর মেট্রোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বলেছে, মারাত্মক প্রমাণ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে এই অভিযোগ করছেন। প্রমাণিত হল এই ঘটনায়। জবাব দিতে হবে কমিশনকে। কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথ বলেন, গোটা দেশ দেখছে এই জালিয়তি। আরজেডি নেতা তেজস্বী যাদবের কটাক্ষ, এমন কত ভুয়ো সরপঞ্চ এখনও কাজ চালিয়ে যাচ্ছে। একটা বুথেই এই জালিয়াতি, সব বুথে ফের গণনা হলে মুখ লুকোনোর জায়গা থাকবে না বিজেপির।
–
–
–
–
–
–