Wednesday, August 20, 2025

রুম নং ৩৪৮: গোয়েন্দাদের ঘুম কেড়ে নেওয়া মৃত্যু টেক্সাসে!

Date:

Share post:

১৫ সেপ্টেম্বর ২০১০ সাল, টেক্সাসের (Texas Murder Case) একটি হোটেল। ৫৫ বছর বয়সী গ্রেগ ফ্লেনিকেন নামের এক ব্যক্তিকে তাঁর হোটেলের (রুম নং ৩৪৮) বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে, এটিকে একটি সাধারণ মৃত্যুই মনে হচ্ছিল।

কিন্তু রহস্যের শুরু হয় পোস্টমর্টেম রিপোর্ট আসার পর (Texas Murder Case)। রিপোর্টে বলা হয়, গ্রেগের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং তাকে গুলি করা হয়েছে! একটি বুলেট তার অণ্ডকোষ দিয়ে শরীরে প্রবেশ করে ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন করে বুকে গিয়ে আটকে যায়। মৃত্যুটিকে হত্যাকাণ্ড বলে রায় দেওয়া হয়েছিল, তবে কারণ অজানা। আসলে কী ঘটেছে তা বুঝতে প্রায় দুই বছর সময় লাগে।

গোয়েন্দারা অবাক হয়েছিল কারণ, ঘটনাস্থলে কোনো রক্ত ছিল না। বাইরে থেকে শরীরে গুলির কোনো স্পষ্ট ক্ষতচিহ্নও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘরে বা আশেপাশে কোনো বন্দুক বা গুলির
খোল পাওয়া যায়নি।

আরও পড়ুন- ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে আড়াই হাজার পাতার চার্জশিট পুলিশের

ঘটনাটি ছিল বিজ্ঞানের দৃষ্টিতেও বেশ জটিল। গুলির প্রবেশদ্বার এতটাই ছোট এবং এমন একটি স্পর্শকাতর জায়গায় ছিল যে, মৃত্যুর পর শরীরের চামড়া সংকুচিত হয়ে সেই ছিদ্রটি প্রায় বন্ধ হয়ে যায়। একারণে বাইরে থেকে কোনো ক্ষত বোঝা যাচ্ছিল না এবং রক্তপাত যা হওয়ার, পুরোটাই হয়েছিল শরীরের ভেতরে। একারণেই বাইরে কোনো রক্তের দাগ ছিল না।

কয়েক মাস তদন্তের পর, গোয়েন্দারা অবশেষে গ্রেগের ঘরের দেয়ালের এক কোণায় প্রায় চোখেই পড়ে না এমন একটি ক্ষুদ্র ছিদ্র খুঁজে পান। এরপর পাশের ঘরের (রুম নং ৩৪৯) তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আসল ঘটনা।

ওই রাতে পাশের ঘরে থাকা এক ব্যক্তি তার বন্ধুদের কাছে নিজের পিস্তলটি দেখানোর সময় অসাবধানবশত গুলি চালিয়ে দেন। সেই বুলেটটিই দেয়াল ভেদ করে ঘুমন্ত গ্রেগের শরীরে প্রবেশ করে। ভয়ে সেই ব্যক্তিরা ঘটনাটি চেপে যায় এবং দেয়ালে সৃষ্ট ছিদ্রটি টুথপেস্ট দিয়ে বন্ধ করে দেয়। তারা ভাবতেও পারেনি তাদের সামান্য একটি ভুল পাশের ঘরের মানুষটির জীবন কেড়ে নিয়েছে। পরে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। ১০ বছর কারাদণ্ড হয়েছিল।

_

_

_

_

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...