যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল ডায়মন্ড বাহিনী। আন্ডারডগ হিসেবে খেলতে নেমে প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে (EEBFC) পরীক্ষার মুখে ফেলল DHFC।
শট পজিশন থেকে গোল টার্গেট সবেতেই নজর কাটল ডায়মন্ড হারবার এফসি। প্রথমার্ধে ফলাফল যদিও গোলশূন্য কিন্তু তেকাঠিতে অপেক্ষাকৃতভাবে ডায়মন্ড হারবারের শট ছিল বেশি। দুবার বল বারে লেগে ফিরেও আসে। আক্রমণ থেকে রক্ষণ সবেতেই টেক্কা দিল ইস্টবেঙ্গলকে। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুদলের সমর্থকদের নজর দ্বিতীয়ার্ধের খেলায়।
–
–
–
–
–
–
–
–
–