Tuesday, November 4, 2025

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি সরকারের নীতি। গোটা দেশের গণতন্ত্র ধ্বংস করতে নির্বাচন কমিশনকে নিয়ে ভোটার তালিকায় কারচুপি করার যে খেলা শুরু করেছে মোদি সরকার, তা বিরোধীরা ধরে ফেলতেই এবার নতুন খেলায় মেতেছে স্বৈরাচারী মোদি সরকার। সেই উদ্দেশ্যেই এবার লোকসভায় (Loksabha) পেশ হল সংবিধান সংশোধনের ১৩০তম বিল। যে বিলে ৩০ দিন হাজত বাসে মন্ত্রীদের মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার অধিকারী হবেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল।

লোকসভায় সংবিধান সংশোধনের (Constitution amendment) মধ্যে দিয়ে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে (federal structure) আরও একবার ভেঙে দেওয়ার পথে কেন্দ্রের বিজেপির সরকার। বুধবার সেই সংশোধনী বিল লোকসভায় পেশ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাল্টা বিলের বিরোধিতায় সরব হন বিরোধী সাংসদরা। এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি দাবি করেন, এই প্রক্রিয়ায় নির্বাচিত মন্ত্রীদের সরিয়ে দেশে আমলাদের দিয়ে শাসন করার পথে যেতে চাইছে স্বৈরাচারী কেন্দ্রের সরকার।

সেই সঙ্গে সরব হন কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারি দাবি করেন, রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের একটি পথ খুলে দেওয়া হচ্ছে এই সংশোধনের মধ্যে দিয়ে। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, এর আগেও কেন্দ্রের সরকারের এই স্বৈরাচারী মনোভাবের জন্য সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই সংশোধনীকে অত্যুক্তি, অপ্রয়োজনীয় ও অসাংবিধানিক বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

বিরোধীদের প্রতিবাদের মুখে সেই একই পন্থায় মোদি সরকার। প্রথমে অমিত শাহ বিল পেশ করার পরই স্পিকার ওম বিড়লা মুলতুবি করে দেন লোকসভার অধিবেশন। এরপর ৩টের সময় ফের অধিবেশন শুর হলে সেখানে এই বিলকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে (JPC) পাঠানোর প্রস্তাব দেন শাহ। স্পিকার সেই প্রস্তাব পাস করে বিরোধীদের প্রায় কোনও আলোচনার সুযোগ না দিয়েই ফের ৫টা পর্যন্ত মুলতুবি করে দেন অধিবেশন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version