বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে বাংলার দেবতাদের নাম নিয়ে বাঙালির মন জয়ে ঝাঁপিয়ে পড়েন। তবে কেন্দ্রের বিজেপি সরকারের বাংলা বিরোধিতার (anti-Bengali) মুখোশ আগেই খুলে গিয়েছে। শুক্রবার বাংলায় একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে রাজনৈতিক মঞ্চ থেকে ফের যেভাবে নিজেকে বাঙালি-প্রেমী বলে তুলে ধরার চেষ্টা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi) তার পাল্টা বিজেপির বাংলা বিরোধী চরিত্রকে প্রকাশ্যে স্পষ্ট করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস।

শুক্রবার মঞ্চে নরেন্দ্র মোদির পাশে বিজেপির মুখপাত্র অমিত মালব্যর (Amit Malviya) উপস্থিতি ছিল অত্যন্ত স্পষ্ট। সেই বাংলা বিরোধীকেই নিশানা বাংলার শাসকদলের। তৃণমূলের তরফ থেকে প্রশ্ন, সারা দেশজুড়ে কেন্দ্র ও বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাংলাভাষী নাগরিকরা হেনস্থার শিকার হচ্ছেন। শুধু নিজের মাতৃভাষায় কথা বলার জন্য তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এমনকী বাংলাদেশি তকমা দিয়ে তাদের পুশব্যাক পর্যন্ত করে দেওয়া হচ্ছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে বলছেন, বিজেপি সরকার গর্বের সঙ্গে বাংলা ভাষা ও বাংলার সংস্কৃতিকে শক্তিশালী করতে কাজ করছে। তাহলে প্রধানমন্ত্রী আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দিল্লি পুলিশ যখন বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে অপমান করল, আপনার দলের প্রচারক অমিত মালব্য (Amit Malviya) যখন ঔদ্ধত্যের সাথে দাবি করলেন ‘বাংলা বলে কোনও ভাষাই নেই’, ওটা বাংলাদেশি ভাষা, তখন কেন আপনি চুপ ছিলেন।

আরও পড়ুন: নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

নরেন্দ্র মোদির মিথ্যাচারের মুখোশ খুলে তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী, এবার ভণ্ডামি বন্ধ করুন। আপনি কি না সেই অমিত মালব্যকে পাশে বসিয়ে টেলিপ্রম্পটারে বাংলায় কথা বলছেন। কেন এই দ্বিচারিতা?

–

–

–

–

–

–
