তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অপরাজিতা বিলের সমর্থনে গর্জে উঠলেন তিনি। বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশ থেকে একের পর এক ইস্যু তুলে বিজেপি তথা মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক।

বক্তব্যের শুরুতেই একবছর আগের আর জি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের প্রসঙ্গ তুলে অপরাজিতা বিলের সমর্থনে গর্জে ওঠেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, ”আমি রাস্তায় আসতে আসতে ভাবছিলাম, যখন ২০২৪ সালে সভা করেছিলাম তখন আর জি কর নিয়ে উত্তাল ছিল। ১ বছর পরেও মোদির সিবিআই কিছু করতে পারেনি, আমাদের সরকার অপরাজিত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাঠানো হয়েছিল, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোখা যায়। কিন্তু আজ এক বছর কেটে যাওয়ার পরেও সেই বিল আইন হয়নি। এক বছর আগে যাঁরা রাস্তায় নেমেছিলেন, তাঁদের বেশির ভাগের দাবি ছিল স্বাস্থ্যব্যবস্থাকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া। আজ তাঁরা কোথায়? অপরাজিতা বিল নিয়ে তাঁরা রাস্তায় নামছেন না কেন?”

আরজি কর কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”যা পুলিশ এক দিনে করেছে, নরেন্দ্র মোদির অধীনে থাকা সিবিআই এক বছরেও করতে পারেনি।”
আরও খবর: মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

–

–

–

–

–

–

–

–