রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

Date:

Share post:

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি। এই মাইলফলক সত্ত্বেও, তিনি সেই মুহূর্তটি সেলিব্রেট করতে পারেননি। কারণ সেই সময় তাঁর কাছে টাকা ছিল না।

আশীষ তাঁর আর্থিক সংগ্রামের কথা স্মরণ করলেন
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে, আশিস স্মরণ করেন, ‘দ্রোহকাল’ ছবির জন্য জাতীয় পুরস্কার জেতার পর, তাঁর পরিচালক, গোবিন্দ নিহালানি একটি পার্টির আয়োজন করার পরামর্শ দিয়েছিলেন। তবে, সেই সময় অভিনেতা তাঁর ভাড়া পরিশোধ করতেও হিমশিম খাচ্ছিলেন, উদযাপনের খরচ তো দূরের কথা। আশিস বলেন,”তিনি আমাকে মেইনল্যান্ড চায়না বুক করতে বলেছিলেন। আগে আমি কেবল বাইরে থেকে এটি দেখেছি। আমি কখনও সেখানে খাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি।”
আর্থিক উদ্বেগ সত্ত্বেও, আশিস তার বন্ধুর উৎসাহে পার্টিতে এগিয়ে গেলেন। কিন্তু উদ্বেগ সারা সন্ধে তাঁর সঙ্গেই ছিল।

আরও পড়ুন- অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

আশিসের (Ashish Vidyarthi) আরও সংযোজন, “আমি এক গ্লাস লেবু জল নিয়ে দাড়িয়েছিলাম, কারণ ভদকা অর্ডার করে বিল বাড়াতে চাইছিলাম না। এমনকি যারা মদ খায় না সেদিন তারাও মদ পান করেছিলেন। এমনকি নিরামিষাশীরাও মাংস খেয়েছিলেন! আমি গোবিন্দ নিহালানিকে একপাশে টেনে নিয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, ‘যদি আমি বিল দিতে না পারি? আমাকে কি থালা-বাসন ধুতে হবে? পুলিশ কি আসবে?”

পরিচালক তাঁকে আশ্বাস দিয়ে জানিয়েছিলেন সব খরচ বহন করবেন। পরিচালকের এই সহৃদয় আচরণ আশিসকে অবশেষে সেই সন্ধ্যাটি উপভোগ করতে সাহায্য করেছিল। এরপর আশিস তার কর্মজীবনের কথা বলেন। মা-বাবার আর্থিক দায়িত্ব থাকায় তিনি যে কোনো কাজ পেতেন, তাতেই রাজি হয়ে যেতেন। এমন পরিস্থিতিতে তাকে বেশ কিছু বি-গ্রেড ছবিতেও অভিনয় করতে হয়েছে।

আশিস বিদ্যার্থী এখন অভিনেতা, মোটিভেশনাল স্পিকার, ফুড ভ্লগার এবং সম্প্রতি তাঁকে ‘দ্য ট্রেইটর্স’ রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে।

_

_

_

_

_

 

spot_img

Related articles

বিতর্কের আবহেই মেগা ফাইনাল, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

বিতর্কের আবহেই রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এই নিয়ে চলতি টুর্নামেন্টে...

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

মার্কিন মুলুকে (USA) ফের বন্দুকবাজের হামলা । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।  ভয়াবহ এই  ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায়...

মহম্মদ আলি পার্কের মণ্ডপ দর্শন বন্ধ! উদ্যোক্তাদের অভিযোগের জবাব কলকাতা পুলিশের

পঞ্চমীর রাতে হঠাৎ দর্শনার্থীদের জন্য কলকাতার বিখ্যাত পুজো মহম্মদ আলি পার্কের মণ্ডপ ও দুর্গাদর্শন বন্ধ করে দেন উদ্যোক্তারা।...

অন্তহীন জুবিন, উৎপল সিনহার কলম 

মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মোর কোনো ভগবান নাই মই মুক্ত ময়েই কাঞ্চনজংঘা ...জাত-ধর্ম-ভগবান না মানা দামাল বেপরোয়া জুবিন...