Saturday, November 15, 2025

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

Date:

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে”- তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে SIR নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন অভিষেক।

বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশের মঞ্চে অভিষেক বলেন, ”আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি মনে করি ২১ জুলাইয়ের বৈশিষ্ট একই বৈশিষ্ট লক্ষ করছি। আমি মনে করি আজকের সমাবেশ সর্বকালের সেরা ছাত্র সমাবেশ।”

এর পরেই একের পর উদাহরণ তুলে বিজেপিকে তুলোধনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে। যদি ১০ জনের ভোটাধিকার বিজেপি সরকার কাড়তে চায়, তা হলে তৃণমূল ১০ লক্ষ মানুষ নিয়ে দিল্লির রাজপথ দখল করবে।”

ভোটার তালিকার নিবিড় সংশোধনী (SIR) নিয়েও ক্ষোভ উগরে দেন অভিষেক। বলেন, ”বিজেপি SIR করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। তাদেরকে বাংলা ২৬ সালে যোগ্য জবাব দেবে।” ছাত্র-যুবদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”এসআইআর বিরুদ্ধে ছাত্র যুবরা রাস্তায় নামবে না। ২০২৬ সালে ভোটে যোগ্য জবাব দেবে না।  বিজেপি মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছতে এখন সরকার মানুষ বেছে নিচ্ছে। ১০০ দিনের কাজ নিয়ে লড়াই করেছি। আমাদের মহিলা এমপিরা রাস্তায় টেনে ফেলে, আমরা ৬৯ লক্ষ জব কার্ডকে ব্যাঙ্কে টাকা দিয়েছে। ১০ কোটি বঙ্গবাসী বাংলাদেশীকে বলছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করব।”

বাংলার বঞ্চনা নিয়ে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”বাংলার অপমানের জবাব দেওয়া হবে। বাংলার কৃষকের বঞ্চনাকে জবাব দেওয়া হবে। জল জীবন মিশন, আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না? ঐক্যবদ্ধ লড়াই করব।” চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ”আগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের প্রতিহত কর, তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়বে। এরাই ১০-০ করে দেবে সিপিএম-বিজেপিকে।”

অভিষেকের কথায়, ২০২৬ সালে আমরা বিজেপিকে (BJP) এক ইঞ্চি জমি ছাড়ব না। মোদির আত্মনির্ভর ভারতের কথা বলেছিল আমরা মমতার নেতৃত্বে স্বনির্ভর  বাংলা। আজ যুদ্ধের দামামা বাজল। আগামী বছর চতুর্থবার মমতা সরকার করে জয়ধ্বনি তুলব। সবাই  তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ১০ কোটি মানুষ পক্ষে। আগের বারের থেকে আসন বৃদ্ধি পাবে আমি কথা দিয়ে যাচ্ছি। কুৎসা যত বেড়েছে ততই সমর্থন বেড়েছে। এবার বিজেপি ৫০ পেরিয়ে দেখাক। আমরা ভেঙে দাও করি না সাজিয়ে দাও করি।”

Related articles

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...
Exit mobile version