Saturday, January 10, 2026

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্মরণ করলেন তাঁর ছাত্র জীবনের রাজনীতির কথা। গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতার কথা।

এদিন মেয়ো রোডে গান্ধি মূর্তির সামনের সভামঞ্চে থেকে ছাত্র রাজনীতি জীবনের কথা বলতে গিয়ে তৃণমূল সভানেত্রী জানালেন, কীভাবে আক্রান্ত হয়েছিলেন। মমতার কথায়, “ওরা আমাকে স্টেনগান, পাইপগান নিয়ে তাড়া করেছিল।“

এর পরে নস্টালজিক মমতা জানান কীভাবে দলীয় সদস্যদের বাঁচিয়ে ছিলেন। বলেন, “বক্সিদা আমাদের সিনিয়র। আমি তখন কলেজে। আশুতোষ কলেজে ইলেকশন হচ্ছে। আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম। দুই ছেলেকে গাড়িতে এসে সিপিএমের গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে। আমি একটা সময় বক্তৃতা দেওয়ার ফাঁকে জল খেতে গিয়েছিলাম, তখন দেখি এই কাণ্ড। আমি তখন গিয়ে কলার চেপে ধরি। ছেলে দুটোকে বাঁচিয়ে আনলাম। ওরা আমাকে বন্দুক নিয়ে তাড়া করল, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া করল।“

কীভাবে সেদিন রক্ষা পেয়েছিলেন?
মমতার কথায়, ‘বক্সিদাদের পাড়ায় শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার বলে একটা দোকান রয়েছে। এখনও রয়েছে। তার পাশে রেস্টুরেন্ট ছিল। সেখানে বসে থাকা কয়েকজন দেখতে পেয়ে আমাকে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল, ওরা আর খুঁজে পায়নি। নাহলে সেদিনই আমাকে মেরে দিত।“

হাজরার আক্রমণ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমার মাথায় ৪৬ টা সেলাই রয়েছে। ব্রেন অপারেশন করতে হয়, ডান হাতের অর্ধেক হাড় নেই। যখন প্রথমবার মারে গলগল করে রক্ত বেরোচ্ছিল, দ্বিতীয়বার মারে, বাঁদিক ডান দিক, রক্তে ভাসছে। তৃতীয়বার যখন মারে, তখন হাতটা মাথায় উঠে গিয়েছিল। ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে।“

নিজের লড়াইয়ের স্মৃতিচারণ করে মমতা বার্তা দেন, আক্রমণ সত্ত্বেও লড়াইয়ের মঞ্চ থেকে চলে যাননি তিনি। মানুষের জন্যে তাঁদের পাশে দাঁড়িয়ে লড়ে গিয়েছেন।

spot_img

Related articles

ব্যতিক্রমী কনটেন্টে ৭ নতুন ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম আটে

নতুন বছর পড়তে না পড়তেই বিনোদন জগৎ ঘিরে উন্মাদনা বাড়ছে। একদিকে বড় পর্দায় একাধিক বিগ বাজেট সিনেমার ঘোষণা...

বকেয়া টাকা নিয়ে গিরিরাজ সিংকে পালটা দিলেন কুণাল

আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। দলের...

নারায়ণ দেবনাথের কমিক্স প্রকাশে নিষেধাজ্ঞা দেব সাহিত্য কুটীরের উপর! অধিকার পেল দীপ প্রকাশন

প্রয়াত সাহিত্যিক ও শিল্পী নারায়ণ দেবনাথের সৃষ্টি জনপ্রিয় কমিক্স চরিত্রগুলি নিয়ে প্রকাশনা সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত।...

SIR আতঙ্কে আরও মৃত্যু রাজ্যে! কেন্দ্র-কমিশনকে তোপ তৃণমূলের 

এসআইআর শুনানির আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা রাজ্যে। শনিবার ফের দু’জনের মৃত্যুর খবর সামনে এসেছে। একটি ঘটনা বীরভূমের রামপুরহাটে,...