Sunday, January 11, 2026

অসমে ডিটেনশন, ওড়িশায় মারধর! দুই বিজেপি রাজ্যে বাঙালি শ্রমিক নিগ্রহ 

Date:

Share post:

বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিক নিগ্রহের ঘটনা ফের সামনে এল। অসমে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের তিন শ্রমিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে। অন্যদিকে ওড়িশায় বাংলায় কথা বলার অপরাধে মালদহের এক আদিবাসী যুবককে এলোপাথাড়ি মারধর করেছে স্থানীয় মানুষজন। পুলিশের বিরুদ্ধেও ওঠেছে মারধরের অভিযোগ।

২২ অগাষ্ট কাজে গিয়ে অসমের নগাঁও জেলার হাইবোরগাঁওয়ে ফেরিওয়ালার কাজ করছিলেন মুর্শিদাবাদের শক্তিপুরের নজরুল ইসলাম, একই এলাকার সানাউর মল্লিক এবং বেলডাঙার জাহির শেখ। স্থানীয় কিছু মানুষের দাবি, তাঁরা বাংলাদেশি। আধার–ভোটার কার্ড দেখিয়েও লাভ হয়নি। পুলিশ তাঁদের সরাসরি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। ধৃতদের ছাড়াতে গেলে পুলিশের পক্ষ থেকে দেড় লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকদের সঙ্গীরা। ঘটনার পরই পশ্চিমবঙ্গ সরকার ও পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ তৎপর হয়েছে। রাজ্যের সাংসদ ও পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি শীর্ষ পুলিশ কর্তাদের জানানো হয়েছে। জেলা পুলিশ অসম পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তির চেষ্টা চালাচ্ছে।

এদিকে ওড়িশার বালিশচন্দ্রপুর এলাকায় আক্রান্ত হয়েছেন মালদহের গাজোলের চিলিমপুর গ্রামের বাসিন্দা বিনয় বেসরা। অভিযোগ, বাংলায় কথা বলার জন্য তাঁকে গ্রামবাসীরা বাংলাদেশি বলে দেগে বেধড়ক মারধর করে। স্থানীয় থানায় নিয়ে গিয়েও পুলিশ তাঁকে পেটায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বিনয় কোনওমতে বাড়ি ফিরে আসেন।

ঘটনা জানাজানি হতেই এলাকায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় গাজোল পঞ্চায়েত সমিতিতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুডু। তাঁদের হুঁশিয়ারি, “অসম–ওড়িশায় বারবার বাঙালি শ্রমিক নিগ্রহ হচ্ছে। এর শেষ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

আরও পড়ুন – ফের জুটি বাঁধছেন জিতু-শ্রাবন্তী!  সুখবর দিলেন অভিনেতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...