যত কাণ্ড কলকাতাতেই: ছবির প্রচারে নেই আবীর! ক্ষুব্ধ প্রযোজক-পরিচালক

Date:

Share post:

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ (Joto kando Kolkatatei) টিজার। কিন্ত ছবির প্রচারে নেই নায়ক আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আর তাতেই বেজায় চটেছেন পরিচালক থেকে প্রযোজক।

আসন্ন পুজোতে ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’ সহ একগুচ্ছ সিনেমা মুক্তি পাচ্ছে, সেই তালিকায় আছে অনীক দত্ত পরিচালিত  ছবি ‘যত কান্ড কলকাতাতেই’ । ছবির মুখ্য ভূমিকায় আছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। কিন্তু ছবির প্রচারে তিনি নেই। এই নিয়ে অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পরিচালক অনীক দত্ত, প্রযোজক ফিরদৌসল হাসান। কিন্তু কেন প্রচারে অংশ নিচ্ছেন না আবীর? নেপথ্যে আছে চুক্তির জট!

আসলে তিন বছর আগে পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Nandita Ray-Shiboprosad Mukherjee) সঙ্গে চুক্তি হয়েছিল অভিনেতা আবীরের। ওই বছর থেকে তিনি উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজোর ছবিতে অভিনয় করবেন। চুক্তি শর্ত অনুযায়ী পুজোয় তাঁদের ছবিতে আবীর থাকলে আর কোনও ছবি একসঙ্গে মুক্তি পাবে না। এমনকী মুক্তি পেলেও সেই ছবির প্রচারে থাকতে পারবেন না পঙ্কজ সিংহ।

সোমবার ‘যত কাণ্ড কলকাতাতেই’ (Joto kando Kolkatatei) ছবির পরিচালক অনীক, প্রযোজক ফিরদৌসল হাসান রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন সংবাদ মাধ্যমের সামনে। প্রযোজক ফিরদৌসল রীতিমতো ক্ষোভের সুরে বলেন, “ছবির প্রচারের জন্য এ বার কি আবীরের কাছে ভিক্ষা চাইব? অভিনেতা বড় না ছবি! তিনি তাঁর ছবির নায়ককে যথেষ্ট ভালবাসেন, স্নেহও করেন। তার পরেও তিনি আজ অসহযোগিতার শিকার।“

এখানেই থেমে না থেকে প্রযোজক জানিয়েছেন, “গত বছর উইন্ডোজ থেকে অনুরোধ আসায় ছবিটি পিছিয়ে দিই। এবার তাদের পক্ষ থেকে আমাদের কিছু বলা হয়নি। অতীতেও পুজোয় আবিরের দু’টি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে। তাই এবারও সমস্যা হওয়ার কথা নয়।“

অভিনেতা আবীর কী ছবির প্রচারের জন্য চুক্তিবদ্ধ ছিলেন? এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে হাসান বলেন, “চুক্তি ছিল না। তবে আমরা ভরসা করেছিলাম তাঁর উপর।  ছবির অভিনেতা স্বাভাবিক নিয়মেই প্রচারে থাকবেন। এই ভরসা আমার ভুল ছিল। আবিরের এই ঘটনার থেকে আমি অনেক শিক্ষা পেলাম।“

ছবির পরিচালক অনীক দত্ত বলেন, “নন্দিতাদি, শিবপ্রসাদের চলতি বছরের পুজোর ছবি ‘রক্তবীজ২’-এর গান, ট্রেলার দেখেছি। দেখে বুঝেছি, আমাদের ছবি আর শিবপ্রসাদের ছবি সম্পূর্ণ আলাদা। আবীর, শিবু দুজনকেই স্নেহ করি।  তা হলে শিবু এত ভয় পাচ্ছেন কেন? কেনই বা নিরাপত্তাহীনতায় ভুগছে?”

২০২৩-এ অনীকের পরিচালনায় ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে নায়ক ‘তোপসে’র ভূমিকায় অভিনয় করেন আবীর। কিন্তু ২০২৪ সালের পুজোয় ছবিটি মুক্তি পায়নি। এই নিয়ে অনীক বলেন, এর আগেও এই ছবি নিয়ে বাধা এসেছে। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রযোজক বলেন ছবি পুজোয় মুক্তি পাবে। আমি বলেছিলাম, তাড়াহুড়ো হবে না?  যিনি ছবির পিছনে লগ্নি করেছেন তাঁর পক্ষে দু’বছর ধরে অপেক্ষা করে থাকা কত বড় সমস্যার।

এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, বাংলাদেশী অভিনেত্রী নওশাবা আহমেদ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রোজা পারমিতা দে, রিক চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ-সহ  দুলাল লাহিড়ী, মিঠু চক্রবর্তী এবং রজত গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। তবে, এখনও এই সাংবাদিক বৈঠক নিয়ে আবীরের প্রতিক্রিয়া মেলেনি।

spot_img

Related articles

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

এবার ওষুধেও ১০০% শুল্ক ট্রাম্পের! বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের

ট্রাম্প-মোদির বন্ধুত্বের সম্পর্ক (Trump-Modi relationship) কিছুতে ঠিক হচ্ছে। ট্রাম্পের শুল্কবাণে অতিষ্ট ভারত। তাও প্রকাশ্যে কিছু বলে উঠতে পারছে।...

চতুর্থীতে কলকাতা পুলিশের হাত ধরে পুজো পরিক্রমা প্রবীণ-বিশেষভাবে সক্ষমদের

দুর্গাপুজোর (Durga Puja) মরসুম মানেই শহরজুড়ে ভিড়, শব্দ, আলোর ঝলকানি। তবে এই উৎসবের জোয়ারে যাঁরা পা মেলাতে পারেন...