Saturday, November 1, 2025

১৭ বছর পর ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে ভারতে, আয়োজক কোন শহর?

Date:

ভারতে বসছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ১৭ বছর পর আবার ভারতে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ(BWF World Championships)। ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ঘোষণা করেছে, ২০২৬ সালে আগস্ট মাসে দিল্লিতে(Delhi) বসবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর।

২০০৯ সালে শেষবার এই টুর্নামেন্ট বসেছিল হায়দরাবাদ( Hyderabad ) শহরে। এর মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। পিভি সিন্ধু দুইবার অলিম্পিক পদক জিতেছেন। কিন্তু ভারতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়নি। এবার সেই আক্ষেপ মিটতে চলেছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

ভারতীয় ব্যাডমিন্টনের সাম্প্রতিক সাফল্যের পরিপ্রেক্ষিতে এই ঘোষণার গুরুত্ব আরও বাড়িয়েছে। এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে, যার মধ্যে পাঁচটিই পিভি সিন্ধুর(PV Sindhu) একার অর্জন। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই আসর দেশের তরুণ প্রজন্মের জন্য দর্শকদের সামনে পরিচিত পরিবেশে বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করার এক অমূল্য সুযোগ।

ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র জানিয়েছেন, “আমরা চাই এই টুর্নামেন্টকে স্মরণীয় করে তুলতে। প্যারিসের মতোই নিখুঁত ও বর্ণাঢ্য আয়োজন ভারতও করতে প্রস্তুত। দিল্লি বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানাতে তৈরি।”
সাম্প্রতিক অতীতে আন্তজার্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্টগুলিতে ভারতের সাফল্যের যথেষ্ট নজরকাড়া। সিন্ধু-সাইনারা অলিম্পিক্সে পদক জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পর পর ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।

ভারতে বিগত কয়েক বছরে ব্যাডমিন্টনের জনপ্রিয়তার গ্রাফ বৃদ্ধি পাচ্ছে। দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলে সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

Related articles

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...

বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

হুমকিতেই আটকে বঙ্গ বিজেপি নেতারা। তবে দেশজুড়ে হুমকির রাজনীতিতেই যে অভ্যস্থ বিজেপি নেতারা, ফের একবার প্রমাণ করলেন বিজেপি...
Exit mobile version