মুখ খুললেন যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। বলব না, বলব না বলেও বলেই ফেললেন নীলাঞ্জনার সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা ও কারণ।

দীর্ঘ এক বছরের বেশি সময়। প্রথমে গুঞ্জন, তারপর বাড়ি ছাড়া, তারপর মুম্বইয়ের কেরিয়ার, সেখানে আপ্ত সহায়ককে জড়িয়ে গুঞ্জন। দুজনের দূরত্ব বেড়েছে, একসঙ্গে থাকছেন না, তা আরও স্পষ্ট হল যিশুকে ইনস্টাগ্রামে আন ফলো করলেন নীলাঞ্জনা। তারপর কিছু অর্থবহ পোস্ট সমাজমাধ্যমে। চেষ্টা করেও যিশুকে দিয়ে মুখ খোলানো যায়নি। অত:পর মুখ খুললেন একটি টিভি চ্যানেলের মুখোমুখি বসে।

কী বলছেন যিশু? অভিনেতা বলছেন, দেখ, দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না। ছোটবেলায় আমরা তিন বন্ধু খুব ঘনিষ্ঠ ছিলাম। একজনের সঙ্গে ঝগড়া হয়ে যায়। এটা হতেই পারে এক জায়গায় থাকা দুটো মানুষের মতের মিল-অমিল আরও অনেক কিছু থাকে… সম্মান, মত… আরও অনেক কিছু থাকে এক জায়গায় জীবন-যাপন করার প্রশ্নে। হতেই পারে দুজনের মিল হচ্ছে না। তবে আমার তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এখনও আমি বিশ্বাস করি, কখনও সমস্যায় পড়লে আমি পাশে থাকব।

পৌনে চার বছরের পথ চলা শেষ, আর ‘নায়ক’ নন দিব্যজ্যোতি! দীর্ঘশ্বাস অভিনেতার

শুরুতেই যিশু বলেছেন, বিচ্ছেদের প্রশ্নে আমার কিছু কারণ আছে। আর এ নিয়ে আমি নিশ্চিতভাবে কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। যদি না করতাম তাহলে পাগল হয়ে যেতাম। পাগল হয়ে মরেও যেতে পারতাম। তবে তাদেরকেও বলে দিয়েছি, এ নিয়ে বাইরে কোনও কথা নয়। যদি করো, তাহলে আমাদের সম্পর্কও সেখানেই শেষ হবে।

এখন প্রশ্ন, নীলাঞ্জনা কি জবাব দেবেন? অপেক্ষা সিনেপ্রেমীদের।

–

–

–

–
–