বিজেপি চোর, ধিক্কার! গেরুয়া বিধায়কদের অসভ্যতা ধৈর্য ধরে সামলে দুরন্ত ভাষণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপিকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রীর ভাষণের সময় চূড়ান্ত বিশৃঙ্খলতা করেন বিজেপি (BJP) বিধায়করা। গোলমাল করায় তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ধিক্কার জানিয়ে তিনি বলেন, “বিজেপি দেশের লজ্জা”। দক্ষ প্রশাসকের মতো নিজে ওয়েলে নেমে পরিস্থিতি সামল দেন মমতা। তাঁর বকুনি থেকে বাদ যাননি তৃণমূল বিধায়করাও। পরিস্থিতিতে সামলে দুরন্ত ভাষণ দেন মুখ্যমন্ত্রী।

মমতা (Mamata Banerjee) বলেন, “আমি আমাদের বিধায়কদের শান্ত থাকতে বলেছি। শান্তি রাখা দু’পক্ষের দায়িত্ব। এরা গদি চোর। ভোট চোর। বাংলা বিরোধী দল। অত্যাাচারী দল। বিজেপি দেশের লজ্জা। বাংলার মানুষ এঁদের কাউকে বিধানসভায় দেখতে চাইবে না।“

তৃণমূল বিধায়কদের শান্ত রাখতে নিজে ওয়েলে নেমে আসেন মুখ্যমন্ত্রী, সবাইকে শান্ত থাকতে বলেন। এরপরে বিজেপি বিধায়কদের গোলমাল এর মধ্যেই বলতে উঠে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি বেআব্রু করে মমতা বলেন, “মানুষ এদের অসভ্যতা দেখুক। দেশে অত‍্যাচার করে। ধিক্কার জানাচ্ছি। আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আমাকে চুপ করিয়ে রাখা যাবে না। আমি বলবই। রবি ঠাকুরের ভাষায় বলি।“ বাংলার মাটি বাংলার জল গানের লাইন পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এরা হচ্ছে এমন একটা পার্টি দেশের সবচেয়ে বড় ব্রোকার। দেশ বিক্রি করে দিচ্ছে। সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদ হচ্ছে। ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে ছিল। এরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছেন।“

মুখ্যমন্ত্রী ভাষণের মধ্যেই তুমুল হট্টগোল বাধান বিজেপি বিধায়করা। বিধানসভায় স্লোগান তোলেন। তার মধ্যেই মমতা বললেন, “চোরদের সম্রাট, লুটেরাদের দল। বাংলা ভাষাকে অপমান করার দল। মানুষ ক্ষমা করবে না। এরা বাংলা জানে না। বাংলার আন্দোলন জানে না। বাংলা জাতীয় সঙ্গীত তৈরি করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় এদের জন্ম হয়নি। এরা ইংরেজদের দালালি করেছিল। এরা বাংলার কিছু জানে না।“

কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে মমতা বলেন, “টাকা অস্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে ভোটে জেতে বিজেপি। চোরের মায়ের বড় গলা। ভয় পেয়েছে। তাই বাংলা ভাষার উপর অত্যাচার করছে। মোদী চোর। বিজেপি চোর। অমিত শাহ চোর।“ মমতার স্লোগানে গলা মেলান তৃণমূল বিধায়কেরা। তৃণমূল বিধায়করা স্লোগান দেন, “বিজেপি হঠাও দেশ বাঁচাও, বিজেপি চোর।“

মমতা বললেন, “আপনারা এক তরফা স্লোগান দিতে পারেন না।“ তাঁর কথায়, “বিজেপিকে জিরো করে দেব। জনতার ধাক্কা দিয়ে শূন্য করে দেব। ভোট আসলেই ক‍্যা ক‍্যা। এনআরসি।“

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “এই যে কাগজ ছুড়ছেন বিধানসভায়, এটা অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্র্যাটিক এবং অবৈধ। আমি বাংলা ভাষায় কথা বলি, মানুষ তা জানতে পারলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গোদি চোর, ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতের দল, দুর্নীতিবাজের দল। বাঙালির উপর অত্যাচার করার দল। বিজেপি আজকে দেশের লজ্জা। আমি তীব্র ধীক্কার জানাই বাংলা ভাষার উপর অত্যাচার করার জন্য। এমন একদিন আসবে বাংলার মানুষ একজন বিজেপিকেও এখানে দেখতে চাইবেন না। বাংলার উপর অত্যাচার করে, সবাই হারবে। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে।“

spot_img

Related articles

লক্ষ্মীপুজোর পর রাজ্যে শুরু SIR! কর্মী সংকটে বিপাকে সিইও দফতর

লক্ষ্মীপুজোর ছুটির পরেই সারা দেশে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পুজোর...

ভোটার তালিকা সংশোধনীতে সর্বভারতীয় প্রস্তুতি! দিল্লি যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক

দেশজুড়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে বুধবার দিল্লিতে...

তিস্তার ক্রমবদলানো গতিপথ-ভাঙনে বিপদ! সমীক্ষায় নামছে রাজ্য 

তিস্তার ক্রমবদলানো গতিপথ ও ভাঙনে দিশেহারা উত্তরবঙ্গ। পাহাড় থেকে মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত প্রায় ৯২ কিলোমিটার জুড়ে নদীর স্বাভাবিক...

রাজ্যে কমছে রফতানি, পদ্মার ইলিশের দাম চড়ছে আকাশে

দুর্গাপুজো মানেই ইলিশ ভোজনের আনন্দ। কিন্তু এ বার সেই আনন্দে কষাঘাত। আগের বছরের তুলনায় অনেকটাই কম আসছে বাংলাদেশি...