Sunday, December 7, 2025

শ্রেয়ার সুরেই মহিলা বিশ্বকাপের সূচনা, টিকিটের দামেও বিরাট চমক আইসিসির

Date:

Share post:

মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী ৩০ সেপ্টেম্বর থে্কে ঘরের মাঠে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ(ICC ODI Women WC)। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। কয়েকদিন আগেই পুরস্কারমূল্যে চমক দিয়েছে আইসিসি। এই টুর্নামেন্টের থিম সং ‘ব্রিং ইট হোম’ গেয়েছেন শ্রেয়া। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শ্রেয়াই। মহিলাদের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানও হতে চলেছে জমকালো।

আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে গুয়াহাটিতে। বেঙ্গালুরুতে (Bengaluru) উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M. Chinnaswamy Stadium) থেকে সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে।সাধারণ দর্শকদের কথা ভেবে টিকিটের দামও অনেক কম রাখা হয়েছে। বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা।এ বার দু’টি পর্যায়ে হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৮ সেপ্টেম্বর থেকে অন লাইনে টিকিট বিক্রি শুরু হবে।

ভারতে মহিলা ক্রিকেট দলের ম্যাচে ভালই দর্শক হয় ভারতের মাঠে । আইসিসি চাইছে, বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে। সেই কারণে টিকিটের দাম কম রাখা হয়েছে।টিকিটের দাম কম রাখা হলেও পুরস্কার মূল্য দ্বিগুণ করা হয়েছে। ২০২২ মহিলাদের একদিনের বিশ্বকাপের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৪২ কোটি টাকা। কিন্তু এবার তা বহুগুণ বেড়েছে। ৩৯ কোটি টাকা পাবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। রানার্স আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। গতবারের থেকে মোট ২৭৩ শতাংশ বেশি টাকা এবারের পুরস্কারমূল্য। সেমিফাইনালের চারটি দলের জন্য প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করবে যে দুটো দল, তারা ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে।

 

spot_img

Related articles

সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড গোয়ার নৈশক্লাবে! মৃত অন্তত ২৫ আহত ৫০

শনির রাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire erupts at a nightclub in...

অশিক্ষিত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’! ধারাবাহিকে বানান ভুল করতেই ট্রোলের মুখে স্বস্তিকা

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'। প্রথম দিন থেকেই কার্যত ছক্কা হাঁকাতে...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকগ্রাম মুখরিত, শুরু লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও উজ্জ্বল করে তোলার লক্ষ্যে লোকগ্রামে শুরু হল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের...

‘পুরুষের গর্ভে’, উৎপল সিনহার কলম

টেনিদা যখন গড়গড়ির নলটা মুখে পুরে বসে আছে , আর সিন্ধুঘোটক যেন ' অর্ডার অর্ডার ' বলে চেঁচাচ্ছে...