শ্রেয়ার সুরেই মহিলা বিশ্বকাপের সূচনা, টিকিটের দামেও বিরাট চমক আইসিসির

Date:

Share post:

মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী ৩০ সেপ্টেম্বর থে্কে ঘরের মাঠে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ(ICC ODI Women WC)। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। কয়েকদিন আগেই পুরস্কারমূল্যে চমক দিয়েছে আইসিসি। এই টুর্নামেন্টের থিম সং ‘ব্রিং ইট হোম’ গেয়েছেন শ্রেয়া। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শ্রেয়াই। মহিলাদের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানও হতে চলেছে জমকালো।

আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে গুয়াহাটিতে। বেঙ্গালুরুতে (Bengaluru) উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M. Chinnaswamy Stadium) থেকে সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে।সাধারণ দর্শকদের কথা ভেবে টিকিটের দামও অনেক কম রাখা হয়েছে। বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা।এ বার দু’টি পর্যায়ে হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৮ সেপ্টেম্বর থেকে অন লাইনে টিকিট বিক্রি শুরু হবে।

ভারতে মহিলা ক্রিকেট দলের ম্যাচে ভালই দর্শক হয় ভারতের মাঠে । আইসিসি চাইছে, বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে। সেই কারণে টিকিটের দাম কম রাখা হয়েছে।টিকিটের দাম কম রাখা হলেও পুরস্কার মূল্য দ্বিগুণ করা হয়েছে। ২০২২ মহিলাদের একদিনের বিশ্বকাপের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৪২ কোটি টাকা। কিন্তু এবার তা বহুগুণ বেড়েছে। ৩৯ কোটি টাকা পাবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। রানার্স আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। গতবারের থেকে মোট ২৭৩ শতাংশ বেশি টাকা এবারের পুরস্কারমূল্য। সেমিফাইনালের চারটি দলের জন্য প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করবে যে দুটো দল, তারা ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে।

 

spot_img

Related articles

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ভাইফোঁটার আনন্দে মাতল টলিউড, সমাজমাধ্যমে ছবি পোস্ট তারকাদের

বাংলা জুড়ে হইহই করে পালিত হল ভাইফোঁটা উৎসব। সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন, বেলা বাড়তে ভিড় বাড়ল...

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...