Sunday, November 16, 2025

শ্রেয়ার সুরেই মহিলা বিশ্বকাপের সূচনা, টিকিটের দামেও বিরাট চমক আইসিসির

Date:

মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী ৩০ সেপ্টেম্বর থে্কে ঘরের মাঠে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ(ICC ODI Women WC)। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। কয়েকদিন আগেই পুরস্কারমূল্যে চমক দিয়েছে আইসিসি। এই টুর্নামেন্টের থিম সং ‘ব্রিং ইট হোম’ গেয়েছেন শ্রেয়া। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শ্রেয়াই। মহিলাদের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানও হতে চলেছে জমকালো।

আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে গুয়াহাটিতে। বেঙ্গালুরুতে (Bengaluru) উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M. Chinnaswamy Stadium) থেকে সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে।সাধারণ দর্শকদের কথা ভেবে টিকিটের দামও অনেক কম রাখা হয়েছে। বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা।এ বার দু’টি পর্যায়ে হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৮ সেপ্টেম্বর থেকে অন লাইনে টিকিট বিক্রি শুরু হবে।

ভারতে মহিলা ক্রিকেট দলের ম্যাচে ভালই দর্শক হয় ভারতের মাঠে । আইসিসি চাইছে, বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে। সেই কারণে টিকিটের দাম কম রাখা হয়েছে।টিকিটের দাম কম রাখা হলেও পুরস্কার মূল্য দ্বিগুণ করা হয়েছে। ২০২২ মহিলাদের একদিনের বিশ্বকাপের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৪২ কোটি টাকা। কিন্তু এবার তা বহুগুণ বেড়েছে। ৩৯ কোটি টাকা পাবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। রানার্স আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। গতবারের থেকে মোট ২৭৩ শতাংশ বেশি টাকা এবারের পুরস্কারমূল্য। সেমিফাইনালের চারটি দলের জন্য প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করবে যে দুটো দল, তারা ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে।

 

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version