Monday, December 15, 2025

গোমাংসের চালানে সই শান্তনু ঠাকুরের! মুখোশ খুলে তিন প্রশ্ন কুণালের

Date:

বাংলার সীমান্ত দিয়ে পাচার ঠেকাতে যে ব্যর্থ বিএসএফ, বারবার সেই তথ্য প্রমাণ করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে দাবি করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের যোগসাজোশেই সীমান্তে পাচারের কাজ চালিয়ে বাংলাকে বদনাম করার বিজেপির অপচেষ্টা করে চলেছে বিজেপি। তৃণমূলের এই দাবি যে কতটা সত্যি, প্রমাণিত হল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur) প্যাডে তাঁরই সই করা নথিতে। যেখানে স্পষ্ট সীমান্ত দিয়ে গোমাংস (beef) পাচারে বিএসএফকে (BSF) নির্দেশ দিচ্ছেন শান্তনু।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে (ছবির সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা গিয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর করা একটি কাগজ। যেখানে সীমান্ত দিয়ে গোমাংস নিয়ে যাওয়ার ছাড়পত্র বিএসএফকে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এই কাগজের ছবি ভাইরাল হতেই সরব বাংলার শাসক দল। যে গোমাংস বাংলার সীমান্ত দিয়ে পাচার নিয়ে বারবার অমিত শাহ বাংলায় এসে অভিযোগ তুলেছেন, এবার সেখানেই রীতিমত সরকারি শিলমোহর দিয়ে গোমাংস পাচারে কেন্দ্রের বিজেপির মন্ত্রী ও বিএসএফ-এর যোগ স্পষ্ট হয়ে গিয়েছে।

এই ছবি প্রকাশ্যে আসতেই কেন্দ্রের সরকারের কাছে তিন প্রশ্ন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। প্রথমত তিনি প্রশ্ন করেন, এই ছবিটি কতটা সত্য, তা নিয়ে। তাঁর দ্বিতীয় প্রশ্ন, যদি এই ছবি সত্যি হয় তবে, যেখানে বিজেপি গোমাংস রফতানির বিরোধিতা করে, সেখানে শান্তনু ঠাকুর এই অনুমতি দিলেন কেন।

আরও পড়ুন: ২০২৬-এর পরে দূরবিনে খুঁজতে হবে বিজেপিকে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তোপ তৃণমূলের

যে সীমান্তে অনুপ্রবেশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বারবার কাঠগড়ায় তোলার চেষ্টা করেন, সেই সীমান্ত নিয়ে কেন্দ্রের সরকারের মুখোশ খুলে দেন কুণাল ঘোষ। তাঁর তৃতীয় প্রশ্ন, বিএসএফ-কে (BSF) চিঠি দিয়ে পারাপারের সুপারিশ করার কে শান্তনু ঠাকুর (Santanu Thakur)? সেই সঙ্গেই কুণালের প্রশ্ন, এভাবেই কী বিজেপি বাংলাদেশ সীমান্ত চালায়?

Related articles

৩২ বছর পর ফের হুগলিতে ‘বিশ্ব ইজতেমা’

ইজতেমার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন...

মেসির হাতে টিম ইন্ডিয়ার জার্সি, তারকা সমাবেশে সফল আয়োজন দিল্লির

হায়দরাবাদ, মুম্বইয়ের পরে এবার দিল্লিতে সফলভাবে আয়োজিত হল মেসির (Messi)গোট ইভেন্ট। বিমানবিভ্রাটের জন্য সোমবার নির্ধারিত সময়ের কিছুটা পরেই...

দেবতার বিশ্রাম নেই! বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা শীর্ষ আদালতের

বাঁকে বিহারী মন্দিরে সময়সূচি নিয়ে রাজ্য প্রশাসনকে এক হাত নিল শীর্ষ আদালত (Supreme Court)! সোমবার উত্তর প্রদেশের (Utter...

পুলিশের ধাওয়া! পার্টির পর পালাতে গিয়ে ড্রেন পাইপ থেকে পড়ে আশঙ্কাজনক তরুণী

রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও পার্টি আর শেষ হচ্ছিল না। চলছিল জোরালো শব্দে গান আর হৈচৈ। একপ্রকার অতিষ্ট...
Exit mobile version