Saturday, December 13, 2025

ভোটার তালিকা সংশোধনে কড়া নজর, বিপুল আবেদন খারিজ কমিশনের 

Date:

বিহারের পর এবার পশ্চিমবঙ্গসহ গোটা দেশে শুরু হতে চলেছে এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের এই প্রস্তুতি ঘিরে রাজ্যজুড়ে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি বছরের ১ জুন থেকে ৭ অগাষ্ট পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য জমা পড়েছে প্রায় ১০.০৪ লক্ষ আবেদন। এর মধ্যে ৬.০৫ লক্ষ আবেদন গৃহীত হলেও অনুমোদন এখনও মেলেনি। বাকি ৪০.২৩ শতাংশ আবেদন বাতিল হয়েছে। কমিশনের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো নথি জমা দেওয়ায় এই আবেদন বাতিল করা হয়েছে।

সবচেয়ে চিন্তার বিষয়, সীমান্তবর্তী জেলাগুলিতেই বাতিল হওয়া আবেদনের হার সবচেয়ে বেশি। মুর্শিদাবাদে ৫৬ শতাংশেরও বেশি আবেদন খারিজ হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, মালদা এবং নদিয়ার ছবিও একই রকম।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল শুরু থেকেই এত বিপুল সংখ্যক আবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য, “নতুন ভোটারদের জন্য নাম তোলার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হলেও যাঁরা আগে থেকেই প্রৌঢ় বা বয়স্ক, তাঁদের নতুন করে আবেদন করলে খতিয়ে দেখা ছাড়া উপায় নেই।” কমিশন জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিহার বাদে গোটা দেশে শুরু হবে এসআইআর। তার আগে ভোটার তালিকা যাতে স্বচ্ছ থাকে, সেই লক্ষ্যে আবেদন যাচাইয়ের কাজ কঠোরভাবে চলছে। কমিশনের কর্তাদের মতে, এসআইআর শুরুর আগেই যদি এত নাম বাদ পড়ে, তবে সংশোধনের পর ভোটার তালিকার সামগ্রিক চিত্রে আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে।

আরও পড়ুন – ২০২৬-এর পরে দূরবিনে খুঁজতে হবে বিজেপিকে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আওয়ামি লীগ জমানার শেষে বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন: অসুস্থ মাকে দেখতে বড়দিনে ফিরছেন

চলতি মাসেই বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান। বড়দিনে ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণা করা হল বিএনপি-র (BNP)...

মেসি জ্বরে কাঁপছে মহানগর: যুবভারতীতে এক জার্সিতে আর্জেন্টিনার সঙ্গে ইস্ট-মোহন

জয়িতা মৌলিক ফুটবলের রাজপুত্র এসেছেন ভারতের ফুটবল মক্কায়। মেসি জ্বরে কাঁপছে কলকাতা। শুক্রবার, এখানেই বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবেন লিওনেল মেসি।...

শহরে পৌঁছলেন কিং খান: যোগ দেবেন ‘গোট কনসার্ট’-এ

মধ্যরাতে শহরে পৌঁছেছেন লিওনেল মেসি (Lionel Messi)। রাত জেগেছে তিলোত্তমা কলকাতা। ভোর থেকে উপচে পড়া ভিড় যুবভারতী ক্রীড়াঙ্গন...

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা। ঘড়ির...
Exit mobile version