Monday, December 15, 2025

ভোটার তালিকা সংশোধনে কড়া নজর, বিপুল আবেদন খারিজ কমিশনের 

Date:

বিহারের পর এবার পশ্চিমবঙ্গসহ গোটা দেশে শুরু হতে চলেছে এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের এই প্রস্তুতি ঘিরে রাজ্যজুড়ে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি বছরের ১ জুন থেকে ৭ অগাষ্ট পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য জমা পড়েছে প্রায় ১০.০৪ লক্ষ আবেদন। এর মধ্যে ৬.০৫ লক্ষ আবেদন গৃহীত হলেও অনুমোদন এখনও মেলেনি। বাকি ৪০.২৩ শতাংশ আবেদন বাতিল হয়েছে। কমিশনের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো নথি জমা দেওয়ায় এই আবেদন বাতিল করা হয়েছে।

সবচেয়ে চিন্তার বিষয়, সীমান্তবর্তী জেলাগুলিতেই বাতিল হওয়া আবেদনের হার সবচেয়ে বেশি। মুর্শিদাবাদে ৫৬ শতাংশেরও বেশি আবেদন খারিজ হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, মালদা এবং নদিয়ার ছবিও একই রকম।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল শুরু থেকেই এত বিপুল সংখ্যক আবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য, “নতুন ভোটারদের জন্য নাম তোলার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হলেও যাঁরা আগে থেকেই প্রৌঢ় বা বয়স্ক, তাঁদের নতুন করে আবেদন করলে খতিয়ে দেখা ছাড়া উপায় নেই।” কমিশন জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিহার বাদে গোটা দেশে শুরু হবে এসআইআর। তার আগে ভোটার তালিকা যাতে স্বচ্ছ থাকে, সেই লক্ষ্যে আবেদন যাচাইয়ের কাজ কঠোরভাবে চলছে। কমিশনের কর্তাদের মতে, এসআইআর শুরুর আগেই যদি এত নাম বাদ পড়ে, তবে সংশোধনের পর ভোটার তালিকার সামগ্রিক চিত্রে আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে।

আরও পড়ুন – ২০২৬-এর পরে দূরবিনে খুঁজতে হবে বিজেপিকে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৩২ বছর পর ফের হুগলিতে ‘বিশ্ব ইজতেমা’

ইজতেমার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন...

মেসির হাতে টিম ইন্ডিয়ার জার্সি, তারকা সমাবেশে সফল আয়োজন দিল্লির

হায়দরাবাদ, মুম্বইয়ের পরে এবার দিল্লিতে সফলভাবে আয়োজিত হল মেসির (Messi)গোট ইভেন্ট। বিমানবিভ্রাটের জন্য সোমবার নির্ধারিত সময়ের কিছুটা পরেই...

দেবতার বিশ্রাম নেই! বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা শীর্ষ আদালতের

বাঁকে বিহারী মন্দিরে সময়সূচি নিয়ে রাজ্য প্রশাসনকে এক হাত নিল শীর্ষ আদালত (Supreme Court)! সোমবার উত্তর প্রদেশের (Utter...

পুলিশের ধাওয়া! পার্টির পর পালাতে গিয়ে ড্রেন পাইপ থেকে পড়ে আশঙ্কাজনক তরুণী

রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও পার্টি আর শেষ হচ্ছিল না। চলছিল জোরালো শব্দে গান আর হৈচৈ। একপ্রকার অতিষ্ট...
Exit mobile version