Raghu Dakat: টিকিট কেটে ট্রেলার দেখা! অভিনব ঘোষণা দেবের 

Date:

Share post:

পুজোয় বাংলার বুকে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) আগমনের খবর নতুন নয়। তবে কীভাবে তাকে দর্শকের আগ্রহের কারণ করে তুলছেন মেগাস্টার দেব (Dev) সেটা নিয়েই আলোচনা। এই যেমন মালদহে নতুন গানের লঞ্চ, রায়গঞ্জে খোলা আকাশের নীচে প্রমোশনের পর এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) মহালয়ার প্রাক্কালে মেগা কনসার্ট। আগামী ২০ সেপ্টেম্বর ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) সিনেমার ট্রেলার লঞ্চ হবে সেখানেই। অনেকটা ‘ধূমকেতু’ (Dhumketu) কায়দায় সবটা আয়োজন করা হলেও এবারে দেবের (Dev) ছবির ট্রেলার দেখতে টিকিট কাটতে হবে দর্শকদের! ঘোষণা করেছেন স্বয়ং মেগাস্টার।

 

এ তো বড়ই ব্যতিক্রমী ব্যাপার। মানে সিনেমা দেখতে টিকিট কাটা না হয় নিয়ম কিন্তু ট্রেলার দেখতে হলেও পকেট খসবে? আসল গল্পটা ওখানেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধুমাত্র ট্রেলার লঞ্চ নয় বরং মেগা কনসার্টের আয়োজন করা হয়েছে যেখানে দেবের (Dev) বিভিন্ন সিনেমার গানে পারফরমেন্স হবে শিল্পীদের। আর এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে হলে ন্যূনতম ৪৯ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। প্রযোজক অভিনেতা জানিয়েছেন, এই টাকা তুলে দেওয়া হবে টেকনিশিয়ানদের হাতে যাঁরা চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করে চলেছেন রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। তাই SVF এর কর্ণধার শ্রীকান্ত মোহতা ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Venchers) ঠিক করেছে সিনেমার নেপথ্যে থাকা, প্রচারের আড়ালে থাকা টেকনিশিয়ানদের পাশে থাকতে, তাঁদের ভালো রাখতে এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে সেটা পুরোটাই টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টকে (Technician Welfare Trust) দেওয়া হবে। প্রিয় অভিনেতার উদ্যোগের প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ কেউ বলছেন, কথায় নয় বরং কাজের মাধ্যমে দেব (Dev) বুঝিয়ে দিচ্ছেন তিনি বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার এরমধ্যে অভিনেতার ‘বিজনেস মাইন্ড’ খুঁজে পেয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং।

spot_img

Related articles

জুবিনের মৃত্যুতে নয়া মোড়, গ্রেফতার ম্যানেজার ও আয়োজক

সিঙ্গাপুরে জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু স্বাভাবিক নয়। দাবি তুলেছিলেন গায়কের পরিবার এবং তাঁর ভক্ত-সমর্থকেরা। অনুরাগীরা সন্তুষ্ট ছিলেন...

প্রয়াত কিংবদন্তি ছান্নুলাল মিশ্র, শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ

প্রয়াত হলেন ধ্রুপদী সঙ্গীতের জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব পণ্ডিত ছান্নুলাল মিশ্র (Chhannulal Mishra)। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ...

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না...

পরনে লাল শাড়ি- গলায় সোনার গয়না, চণ্ডীপাঠে মগ্ন অপরাজিতা

তারকাদের পুজো সেলিব্রেশনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় (social media)যখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, তখন তার থেকেও দ্রুতগতিতে ছড়িয়ে...