Sunday, January 11, 2026

Raghu Dakat: টিকিট কেটে ট্রেলার দেখা! অভিনব ঘোষণা দেবের 

Date:

Share post:

পুজোয় বাংলার বুকে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) আগমনের খবর নতুন নয়। তবে কীভাবে তাকে দর্শকের আগ্রহের কারণ করে তুলছেন মেগাস্টার দেব (Dev) সেটা নিয়েই আলোচনা। এই যেমন মালদহে নতুন গানের লঞ্চ, রায়গঞ্জে খোলা আকাশের নীচে প্রমোশনের পর এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) মহালয়ার প্রাক্কালে মেগা কনসার্ট। আগামী ২০ সেপ্টেম্বর ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) সিনেমার ট্রেলার লঞ্চ হবে সেখানেই। অনেকটা ‘ধূমকেতু’ (Dhumketu) কায়দায় সবটা আয়োজন করা হলেও এবারে দেবের (Dev) ছবির ট্রেলার দেখতে টিকিট কাটতে হবে দর্শকদের! ঘোষণা করেছেন স্বয়ং মেগাস্টার।

 

এ তো বড়ই ব্যতিক্রমী ব্যাপার। মানে সিনেমা দেখতে টিকিট কাটা না হয় নিয়ম কিন্তু ট্রেলার দেখতে হলেও পকেট খসবে? আসল গল্পটা ওখানেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধুমাত্র ট্রেলার লঞ্চ নয় বরং মেগা কনসার্টের আয়োজন করা হয়েছে যেখানে দেবের (Dev) বিভিন্ন সিনেমার গানে পারফরমেন্স হবে শিল্পীদের। আর এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে হলে ন্যূনতম ৪৯ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। প্রযোজক অভিনেতা জানিয়েছেন, এই টাকা তুলে দেওয়া হবে টেকনিশিয়ানদের হাতে যাঁরা চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করে চলেছেন রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। তাই SVF এর কর্ণধার শ্রীকান্ত মোহতা ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Venchers) ঠিক করেছে সিনেমার নেপথ্যে থাকা, প্রচারের আড়ালে থাকা টেকনিশিয়ানদের পাশে থাকতে, তাঁদের ভালো রাখতে এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে সেটা পুরোটাই টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টকে (Technician Welfare Trust) দেওয়া হবে। প্রিয় অভিনেতার উদ্যোগের প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ কেউ বলছেন, কথায় নয় বরং কাজের মাধ্যমে দেব (Dev) বুঝিয়ে দিচ্ছেন তিনি বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার এরমধ্যে অভিনেতার ‘বিজনেস মাইন্ড’ খুঁজে পেয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...