Raghu Dakat: টিকিট কেটে ট্রেলার দেখা! অভিনব ঘোষণা দেবের 

Date:

Share post:

পুজোয় বাংলার বুকে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) আগমনের খবর নতুন নয়। তবে কীভাবে তাকে দর্শকের আগ্রহের কারণ করে তুলছেন মেগাস্টার দেব (Dev) সেটা নিয়েই আলোচনা। এই যেমন মালদহে নতুন গানের লঞ্চ, রায়গঞ্জে খোলা আকাশের নীচে প্রমোশনের পর এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) মহালয়ার প্রাক্কালে মেগা কনসার্ট। আগামী ২০ সেপ্টেম্বর ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) সিনেমার ট্রেলার লঞ্চ হবে সেখানেই। অনেকটা ‘ধূমকেতু’ (Dhumketu) কায়দায় সবটা আয়োজন করা হলেও এবারে দেবের (Dev) ছবির ট্রেলার দেখতে টিকিট কাটতে হবে দর্শকদের! ঘোষণা করেছেন স্বয়ং মেগাস্টার।

 

এ তো বড়ই ব্যতিক্রমী ব্যাপার। মানে সিনেমা দেখতে টিকিট কাটা না হয় নিয়ম কিন্তু ট্রেলার দেখতে হলেও পকেট খসবে? আসল গল্পটা ওখানেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধুমাত্র ট্রেলার লঞ্চ নয় বরং মেগা কনসার্টের আয়োজন করা হয়েছে যেখানে দেবের (Dev) বিভিন্ন সিনেমার গানে পারফরমেন্স হবে শিল্পীদের। আর এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে হলে ন্যূনতম ৪৯ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। প্রযোজক অভিনেতা জানিয়েছেন, এই টাকা তুলে দেওয়া হবে টেকনিশিয়ানদের হাতে যাঁরা চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করে চলেছেন রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। তাই SVF এর কর্ণধার শ্রীকান্ত মোহতা ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Venchers) ঠিক করেছে সিনেমার নেপথ্যে থাকা, প্রচারের আড়ালে থাকা টেকনিশিয়ানদের পাশে থাকতে, তাঁদের ভালো রাখতে এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে সেটা পুরোটাই টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টকে (Technician Welfare Trust) দেওয়া হবে। প্রিয় অভিনেতার উদ্যোগের প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ কেউ বলছেন, কথায় নয় বরং কাজের মাধ্যমে দেব (Dev) বুঝিয়ে দিচ্ছেন তিনি বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার এরমধ্যে অভিনেতার ‘বিজনেস মাইন্ড’ খুঁজে পেয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং।

spot_img

Related articles

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়ম সংশোধনের পথে কেন্দ্র 

ইউটিউব (YT) হোক বা ফেসবুক (Facebook), এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়মে বড় বদল আসতে চলেছে।...

বামা কালীর নাচে মুগ্ধ শাহরুখের কেকেআর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাইটদের

দীপাবলির আলো ঝলমলে উৎসবের মেজাজের শেষে প্রতিমা নিরঞ্জনেও উজ্জ্বল নদিয়ার শান্তিপুর (Shantipur, Nadia)। প্রতিবছরের মতো এবারও নৃত্যরত বামা...

ভাইফোঁটার আনন্দে মাতল টলিউড, সমাজমাধ্যমে ছবি পোস্ট তারকাদের

বাংলা জুড়ে হইহই করে পালিত হল ভাইফোঁটা উৎসব। সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন, বেলা বাড়তে ভিড় বাড়ল...

নতুন মাকে জন্মদিনে শুভেচ্ছা, পরিণীতির সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ রাঘবের

মা হওয়ার পরে এই প্রথম জন্মদিন পরিণীতির। তাই স্বামী রাঘব চাড্ডা তাঁকে এবার একটু অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা...