Sunday, November 16, 2025

তিস্তার ক্রমবদলানো গতিপথ-ভাঙনে বিপদ! সমীক্ষায় নামছে রাজ্য 

Date:

তিস্তার ক্রমবদলানো গতিপথ ও ভাঙনে দিশেহারা উত্তরবঙ্গ। পাহাড় থেকে মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত প্রায় ৯২ কিলোমিটার জুড়ে নদীর স্বাভাবিক প্রবাহ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে উদ্যোগী হল রাজ্য সরকার। সেচ দফতর জানিয়েছে, মর্ফোলজিক্যাল সমীক্ষার মাধ্যমে নদীর বর্তমান অবস্থা খুঁটিয়ে দেখা হবে। সেই সমীক্ষার ভিত্তিতেই তৈরি হবে তিস্তা নিয়ন্ত্রণে বিস্তারিত প্রকল্প-প্রতিবেদন (ডিপিআর), যা পাঠানো হবে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ও ব্রহ্মপুত্র বোর্ডে।

সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানান, তিস্তার ওপর পাঁচটি বড় জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে—পশ্চিমবঙ্গের দুটি ও সিকিমের তিনটি। এগুলির প্রভাব নদীর জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, তার সমীক্ষা এখন জরুরি। তাঁর কথায়, ২০২৩ সালের অক্টোবরে লেক বিপর্যয়ের পর থেকেই সমতলে নদীগর্ভ উঁচু হয়ে গিয়েছে, জলধারণ ক্ষমতা কমেছে। তার সঙ্গে সিকিম থেকে নেমে আসা বালি, পাথর, নুড়ি ও গাছের অংশ তিস্তা ক্রমশ ভরাট করছে। রাজ্য ইতিমধ্যেই সহযোগিতার জন্য সিকিম সরকারকে চিঠি পাঠালেও সদর্থক সাড়া মেলেনি। কেন্দ্রীয় সরকারকেও বারবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ হয়নি বলে অভিযোগ তুলেছেন সেচমন্ত্রী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ বছর অন্তত তিনবার তিস্তা রাস্তা গিলে খেয়েছে, জমি ভাঙনে গ্রাস হয়েছে। পুজোর পর রাজ্য অবশ্যই সমীক্ষা শুরু করবে।

সেচ দফতরের সূত্রে জানা যাচ্ছে, তিস্তার অবস্থা ক্রমেই শোচনীয় হচ্ছে। নদীর গতিপথ বদলে যাচ্ছে, খাত চড়া হয়ে পড়ছে। সমীক্ষায় খতিয়ে দেখা হবে প্রতিদিন পাহাড় থেকে কত আবর্জনা নামছে, জলের তোড়ে কতটা ভেসে যাচ্ছে এবং নদীর জলধারণ ক্ষমতা ঠিক কতটা রয়েছে।

আরও পড়ুন- রাজ্যে কমছে রফতানি, পদ্মার ইলিশের দাম চড়ছে আকাশে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version