রাত জেগে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অস্থির নেপাল। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ে চিন্তিত নেত্রী। পড়শি যদি ভাল না থাকে তাহলে তিনি কী করে ভাল থাকবেন? গেস্ট হাউসে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তাই রাতেই চলে এলেন উত্তরকন্যায়। বসেন নিজের চেম্বারে। সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও ছিলেন ডিএম, এসপি, সিপি। ফোনে খবর নেওয়া শুরু। অফিসে বসেই রাতভর চলল মনিটরিং। গভীর রাতে পদস্থ কর্তাদের ফিরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ফিরে যান গেস্ট হাউসে।

আরও পড়ুন – সুনীল-শক্তিকে একসঙ্গে ফিরে দেখা, গগনেন্দ্র প্রদর্শশালায় ‘সুন্দর রহস্যময়’ প্রদর্শনী

_

_

_

_

_

_

_

_
_