Friday, November 14, 2025

দেবী চৌধুরানী মন্দিরের সংস্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদজ্ঞাপন কলাকুশলীদের

Date:

জলপাইগুড়ির এবিপিসি ময়দান থেকে ঐতিহাসিক দেবী চৌধুরানী মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আপ্লুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র। কিন্তু কেন? বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসকে কেন্দ্র করে এই বছর দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ-শ্রাবন্তীর ‘দেবী চৌধুরানী’। ছবির প্রচারে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন শিল্পীরা। এর মধ্যেই বড়পর্দায় ‘দেবী চৌধুরানী’ মুক্তি পাওয়ার আগেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে সিনে মহল মনে করছে এটা শুধু সিনেমার জয় সেটা একেবারেই নয়, এই জয় গোটা বাঙালি জাতির।

প্রসঙ্গত, ২০১৮ সালে মন্দিরটি আগুনে পুড়ে যায় তারপর ২০২২ সালে নতুন করে মন্দিরটি সংস্কার করা হয়। দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মূর্তি বসানো হয়। সেই সময়েও মন্দিরটি সংস্কার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন এই খবর শুনে তাঁর ভীষণ ভাল লাগছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। এর থেকে ভাল খবর আর কিছু হতে পারে না। ইতিহাসকে সামনে থেকে দেখার আনন্দ অন্যরকম।

পরিচালক শুভ্রজিৎ মিত্র জানিয়েছেন উত্তরবঙ্গে এরকম একটি মন্দির আছে তিনি জানতেন এবং একবার নিজেও এই মন্দিরটি দেখতে যান। ছবিটি মুক্তি পাওয়ার পর একবার মন্দিরে পুজো দিয়ে আসবেন সেই কথাও জানান তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে যে ভীষণ ভাল লাগছে সেই কথাও স্পষ্ট করে দেন।

প্রসঙ্গত, মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে আছে শ্রাবন্তীরও এবং তিনি জানান তাঁর একার নয়, সকলেরই মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে আছে। আগামী দিনে সবাই মিলে পুজো দিতে যাবেন সেই কথাও জানালেন। আবেগঘন হয়ে জানালেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে ভীষণ খুশি তিনি। উত্তরবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ভবানী পাঠকের নামেও একটি মন্দির রয়েছে। তবে যত্নের অভাবে জঙ্গলে পরিণত হয়েছে। আগামী দিনে এই মন্দিরটি নিজের দায়িত্বে সংস্কার করার কথা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে নির্বাচন দফতরে শূন্যপদ পূরণে উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version