বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের শূন্যপদগুলি পূরণের উদ্যোগ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা মতো অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য আধিকারিকদের তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। প্রতিটি শূন্যপদের জন্য তিন জন করে আধিকারিকের নাম প্রস্তাব আকারে দেওয়া হয়েছে।
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে প্রস্তাবিত হয়েছেন নবীকরণযোগ্য শক্তি দফতরের সচিব ইয়েলুচুরি রত্নাকর রাও, নদিয়ার জেলা শাসক এস. অরুণ প্রসাদ এবং বিজ্ঞান ও বায়োটেক দফতরের সচিব ড. গোদালা কিরণ কুমার।যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নাম প্রস্তাব করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক সদ্দাম নবাস, অর্থ দফতরের বিশেষ সচিব হরিশঙ্কর পানিকর এবং পশুসম্পদ দফতরের বিশেষ সচিব শেওয়ালে অভিজিৎ তুকারামের। এছাড়া উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক পদে প্রস্তাবিতদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক ভাস্কর পাল, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ সংস্থার জেনারেল ম্যানেজার তানিয়া পারভিন এবং হুগলির চন্দননগরের ডিএমডিসি রিজওয়ান আহমেদ। রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই এই তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
আরও পড়ুন- ব্লক এভরিথিং আন্দোলনে জ্বলছে ফ্রান্স! জনতা-পুলিশ সংঘর্ষ চরমে, গ্রেফতার ৩০০
_
_
_
_
_
_
_
_
