Friday, November 14, 2025

রেলের টিকিট কাটার নতুন নিয়ম, বুকিং শুরু করতেই সমস্যায় যাত্রীরা! 

Date:

বারবার ট্রেনের টিকিট কাটার নিয়ম বদলাচ্ছে রেল। এতে সুরাহা হওয়ার বদলে সমস্যা বাড়ছে যাত্রীদের। অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতিতে ফের পরিবর্তন। ট্রেনের টিকিট বুকিং করার করার ক্ষেত্রে দুর্নীতি আটকাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সংরক্ষিত আসনের টিকিটের ‘উইন্ডো’ খুলতেই ‘শেষ’ হয়ে যাচ্ছে সব টিকিট। এবার এই নিয়মে আবার বদল আনল রেল। আরআরসিটিসি (IRCTC)-র মাধ্যমে যাঁরা টিকিট কাটেন তাঁদের আধার কার্ড (Adhaar card) নম্বর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, মাত্র প্রথম ১৫ মিনিট আধার কার্ড নম্বর দিয়ে টিকিট অনলাইনে টিকিট বুকিং করা যাবে। ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে।

সোমবার এক বিবৃতি দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে অনলাইন সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটের মধ্যে অনলাইনে টিকিট বুক করা যাবে। ১ অক্টোবর থেকে একমাত্র আধার কার্ড ব্যবহার করেই বুকিং করতে হবে। সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটে আধার অনুমোদিত ব্যবহারকারীরাই IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সংরক্ষিত সাধারণ টিকিট বুক করতে পারবেন। ১৫ মিনিটের পরে, অনুমোদিত টিকিট এজেন্টদের অনলাইনে রিজার্ভেশন করার অনুমতি দেওয়া হবে। যদিও রেলের কাউন্টারে গিয়ে আসন সংরক্ষণ করার নিয়ম ও সময়ে কোনও বদল করা হচ্ছে না।

কিন্তু বার বার এই পরিবর্তনের ফলে সমস্যায় পড়ছেন যাত্রীরা। এছাড়া টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল নেটওয়ার্ক। বেশিরভাগ সময়েই ওয়েবসাইটের পেজ খুলতে সমস্যার মুখে পড়ে মানুষ। এবার প্রশ্ন উঠছে এই ১৫ মিনিট সময়সীমার মধ্যে কি টিকিট বুকিং সত্যি সম্ভব?

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version