Saturday, November 15, 2025

”ভগবানকে গিয়ে বলুন’’, বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে বিতর্ক

Date:

মধ্যপ্রদেশে ক্ষতিগ্রস্ত বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবির মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, ‘’যান, ভগবানকে গিয়ে বলুন।’’ তাঁর এই বক্তব্যের পরেই বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ মনে করছে এই মন্তব্যে সংবেদনশীলতার অভাব রয়েছে। খাজুরাহোর জাভেরি মন্দিরে ৭ ফুটের একটি ভগ্নপ্রায় বিষ্ণুমূর্তি সংস্কার করে পুনরায় প্রতিষ্ঠার দাবিতে রাকেশ দেশাই নামে এক ব্যক্তি মামলা করেছিলেন। মুঘল আক্রমণের সময়ে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। একাধিকবার আবেদন জানানোর পরেও মন্দির কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খাজুরাহো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর দেখভালের দায়িত্বে আছে। আবেদনকারীর তরফে দাবি করা হয়, বিষ্ণুমূর্তির পুনর্গঠন শুধু প্রত্নতাত্ত্বিক বিষয় নয়, এর সাথে জড়িয়ে রয়েছে মানুষের আস্থা এবং বিশ্বাস। মঙ্গলবার প্রধান বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আবেদন খারিজ করে জানায় বিষয়টি প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন। একপ্রকার কটাক্ষের সুরে গাভাই বলেন, ‘এখন যান। আপনি বরং ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনি তো নিজেই বললেন, ভগবান বিষ্ণুর প্রতি আপনার অটল ভক্তি। তাহলে এই ব্যাপারে তাঁর কাছেই সাহায্য চান, কিছু করতে বলুন।’

আরও পড়ুন: সফটওয়্যার সমস্যায় সকাল সকাল গ্রিনলাইনে ব্যাহত মেট্রো পরিষেবা, হচ্ছেটা কী?

প্রধান বিচারপতির এই মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ইমপিচমেন্টের দাবিও উঠছে। এমনকি মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টকে কয়েকজন আইনজীবী চিঠি লিখেছেন। এই মন্তব্য ভগবান বিষ্ণু ও সনাতন ধর্মের প্রতি অসম্মান বলেই ধরে নিচ্ছেন তারা। আইনজীবী বিনীত জিন্দাল রাষ্ট্রপতির কাছেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন। আইনজীবী সত্যম সিংহ রাজপুত খোলা চিঠি লিখে প্রধান বিচারপতিকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানান।

 

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version