‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন আরও ১৬ লক্ষ মানুষ, সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

পুজোর আগেই সুখবর। ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ প্রান্তিক মানুষকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই নতুন উপভোক্তাদের তালিকা তৈরি হয়েছে। এবার তালিকাভুক্ত প্রত্যেক আবেদনকারীকে ফের একবার যাচাই করার কাজ শুরু করেছে পঞ্চায়েত দফতর। স্বচ্ছতা বজায় রাখতে মোট ছয়টি ধাপে হবে এই যাচাই প্রক্রিয়া।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে জেলার সমস্ত পঞ্চায়েত এবং গুরুত্বপূর্ণ সরকারি দফতরে নির্বাচিত উপভোক্তাদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর পর যদি কোনও আপত্তি ওঠে, তা সংশোধন করে গ্রামসভার মাধ্যমে পাশ করানো হবে। পরে চূড়ান্ত অনুমোদন দেবে জেলা স্তরের প্রকল্প কমিটি। সব প্রক্রিয়া শেষ করে ৩০ নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য।

গতবছর ডিসেম্বর মাসে ১২ লক্ষ মানুষ এই প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে ৬০ হাজার টাকা করে পেয়েছিলেন। চলতি বছরের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় তাঁদের হাতে। কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনায় নিজের অংশের অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ার পর গ্রামীণ মানুষের জন্য স্বতন্ত্রভাবে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করে রাজ্য সরকার। তাই দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রেও যাচাই প্রক্রিয়ায় বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

নির্দেশ অনুযায়ী, যাচাই হওয়া বাড়িগুলির অন্তত ১৫ শতাংশ পুনরায় যাচাই করবেন স্থানীয় বিডিওরা। এসডিও এবং জেলা স্তরের আধিকারিকরাও অন্তত ১৫ শতাংশ বাড়ি পর্যবেক্ষণ করে দেখবেন। রাজ্য স্তরের নজরদারি দল ও থানার আইসি-ওসিরাও কিছু বাড়ি পরিদর্শন করবেন। পাশাপাশি সোশ্যাল অডিট টিম বাড়িগুলির কাজের মান পরীক্ষা করবে। প্রতিটি উপভোক্তারের বর্তমান বাড়ি ও জমির জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন:এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব রাহুল! কর্নাটকের উদাহরণ তুলে গুরুতর অভিযোগ

রাজ্যের দাবি, এই বিস্তৃত যাচাই ব্যবস্থা প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখবে এবং প্রকৃত উপভোক্তাদের হাতে সময়মতো টাকা পৌঁছে দেবে।

spot_img

Related articles

এক মাসের মধ্যে কার্যকর করতে হবে নতুন সংবিধান, ফেডারেশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নতুন করে এখন নির্বাচন হবে না এআইএফএফ –এ (AIFF)। বর্তমান কমিটি তাদের মেয়াদ শেষ কবে। বর্তমান কমিটি মেয়াদ...

রামপুরহাটে ছাত্রী খুনে সার্জিক্যাল সামগ্রী ব্যবহার করেছিলেন ধৃত শিক্ষক!

বীরভূমের রামপুরহাটে (Rampurhat, Birbhum) সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত শিক্ষকের বাড়ি থেকে এবার উদ্ধার হল...

১৩ দিন পর গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের দ্বিতীয় অভিযুক্ত

অবশেষে হরিদেবপুর (Haridebpur) ধর্ষণ কাণ্ডে (rape case) আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টালিগঞ্জ (Tallygunge)...

আর কতো? গুজরাটে মৃত্যু বাংলার শ্রমিকের

মোদির রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাঙালি শ্রমিকের। মালদহ বৈষ্ণবনগর থানার ভাঙ্গাটোলা গ্রামের বাসিন্দা শ্যামনাথ সিংহ(২৪) গুজরাটের আহমেদাবাদে...