Saturday, November 15, 2025

‘জাগো দুর্গা’ গানে মাতিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়: প্রকাশিত ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা

Date:

মহালয়ার দিনটি বাঙালির জীবনে সব অশুভের অবসানে শুভর সূচনা করে। সেই শুভ দিনেই প্রকাশিত হয় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগোবাংলা’-র উৎসব সংখ্যা শারদীয়া পত্রিকা। রবিবার মহালয়ার দিন সেই উৎসব সংখ্যা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে এদিন প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের অ্যালবাম – দুর্গা অঙ্গন। শারদীয়া সংখ্যার প্রকাশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তুলে ধরলেন সাড়ে চার বছর ধরে দৈনিক হিসাবে দলীয় মুখপত্র প্রকাশের সাফল্যের তথ্য।

নজরুল মঞ্চে রবিবার শারদ সংখ্যা প্রকাশে দলের নেতৃত্ব, কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার তারকা শিল্পীরা। প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের অ্যালবাম। সেই অ্যালবাম থেকে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিল্পীরা অপেক্ষা করছেন। আজ বক্তৃতা দেওয়ার জায়গা কম। ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা প্রকাশে যে শিল্পীরা, যন্ত্রশিল্পীরা উপস্থিত রয়েছেন, তাঁরা বাংলার গর্ব। যাঁরা অ্যালবামে গান গেয়েছেন, এখানেও সশরীরে গান গাওয়ার জন্য উপস্থিত রয়েছেন।

এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের কৃষক পরিবারের সদস্যরাও। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরের পরিবার যাঁরা এসেছেন তাঁদের অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে বাংলার মানুষের শুভকামনায় তিনি প্রার্থনা করেন, সবার ভালো পুজো কাটুক, শুভ শারদীয়া। সেই সঙ্গে বাংলার মানুষের শুভ কামনায় মন্ত্রী শিল্পী ইন্দ্রনীল সেনের সঙ্গে তিনি গলা মেলান ‘জাগো তুমি জাগো’ – গানে। উল্লেখ করেন, তিনি রোজ অনুশীলন করতে পারেন না। তা সত্ত্বেও মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে গোটা অনুষ্ঠানের মনোজ্ঞ সূচনা করে দেন তিনি।

উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে বাংলার উৎসব ও বাংলার গরিমা দুর্গোৎসবের আয়োজনে রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে বাঙালির জীবনের সর্ববৃবৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য তাঁকে ধন্যবাদ। এখন মহালয়া খেকে পুজো প্যান্ডেলে যায় মানুষ, দুর্গোৎসবের আনন্দ উপভোগ করে। রাজ্য সরকার অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও বাংলার প্রায় প্রতিটি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা সহযোগিতা করেছেন তিনি। বাঙালির উৎসবের প্রসার ঘটিয়েছেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কথায়-সুরে উদ্বোধন সুরুচি সংঘের থিম সং: ঢাক বাজালেন অরূপ

দলীয় মুখপত্র প্রকাশে প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে যেভাবে সাফল্যের সঙ্গে ‘জাগোবাংলা’ প্রতিদিন প্রকাশিত হয়, তার উল্লেখ করেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই মুখপত্রের প্রকাশ প্রসঙ্গে অভিষের উল্লেখ করেন, সাড়ে চার বছর আগে দলের এই কাগজ সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। আমরা চেষ্টা করেছি দলের প্রতিটি কর্মীর কাছে সব সীমাবদ্ধ পার করে দৈনিক সংস্করণ পৌঁছে দেওয়ার। এদিন যে উৎসব সংখ্যা প্রকাশিত হয় তাঁর প্রচ্ছদও একেঁছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরুল মঞ্চে এদিন উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ‘জাগোবাংলা’র সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু-সহ রাজ্যের মন্ত্রীরা।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...
Exit mobile version