“মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার একদিন আগে উদ্বোধন করলেই যদি শাস্ত্রলঙ্ঘন হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন রামনবমীর তিন মাস আগেই রামমন্দির উদ্বোধন করলেন?” প্রশ্ন তুলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে মোক্ষম জবাব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এর পরে তোপ দেগে অভিষেক বলেন, “যিনি তিন মাস আগে মন্দির উদ্বোধন করেন, তিনি হিন্দু রীতির কতটা ধার ধারেন? তাহলে শুভেন্দু অধিকারীর মতে, দেশের সবচেয়ে বড় হিন্দু-বিরোধী তো নরেন্দ্র মোদি স্বয়ং!”

মহালয়ার আগে উৎসবের সূচনা করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন তিনি কোনওভাবেই পুজো বা প্রতিমা উদ্বোধন করবেন না। কারণ মহালয়ার আগে সেটা করা যায় না। এই কথার পরেও বিষয়টি নিয়ে অযথা জল ঘোলা করতে নেমে পড়েছে গেরুয়া শিবির। এটাকে ‘শাস্ত্রবিরুদ্ধ’ আখ্যা দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তার পাল্টা সোমবার ডায়মন্ড হারবারে শুভেন্দুকে ধুয়ে দেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, “রামনবমী তো এপ্রিলে। অথচ জানুয়ারিতেই রামমন্দির উদ্বোধন করা হল। সেটা কি রীতিমতো শাস্ত্রসম্মত? নাকি ভোটের বাজার গরম করতেই এই সিদ্ধান্ত? তাহলে শুভেন্দু অধিকারী কেন চুপ করে থাকলেন?”

এরপরই তোপ দেগে তৃণমূলে সর্বভারতী সাধারণ সম্পাদক বলেন, “যিনি তিন মাস আগে মন্দির উদ্বোধন করেন, তিনি হিন্দু রীতির কতটা ধার ধারেন? তাহলে শুভেন্দু অধিকারীর মতে, দেশের সবচেয়ে বড় হিন্দু-বিরোধী তো নরেন্দ্র মোদি স্বয়ং!”

মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেই জানিয়েছেন, তিনি পুজো শুরু করছেন না, করছেন মণ্ডপসজ্জার উদ্বোধন। সেখানে শুধুমাত্র ধর্মের তাস খেলার জন্য মন্তব্য করতে গিয়ে মোক্ষম খোঁচা খেলো পদ্ম শিবির।

আরও পড়ুন – পিএম কেয়ারস ফান্ডের ৫০ হাজার কোটি কোথায়? মোদি সরকারের দুর্নীতি ফাঁস করে প্রশ্ন তৃণমূলের

_

_

_

_
_