Friday, November 7, 2025

আর্থিক স্বচ্ছতা ফেরানো থেকে ইডেনের দর্শকাসন বৃদ্ধি, একগুচ্ছ চ্যালেঞ্জ সৌরভের সামনে

Date:

Share post:

দ্বিতীয়বার সিএবি ( CAB) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। এর আগেও সিএবিতে সচিব এবং সভাপতি হিসেবে দুই পর্বে দায়িত্ব পালন করেছেন। তাঁর আমলে সিভির প্রভূত উন্নতি হয়েছে। কিন্তু দ্বিতীয় দফায় সভাপতি হিসেবে একগুচ্ছ চ্যালেঞ্জ অপেক্ষা করছে মহারাজের সামনে।

প্রথমত বিগত কয়েক মাস ধরে আর্থিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ সিএবি। এক শীর্ষ কর্তাকে নির্বাসিত করা হয়েছে। ফলে শিবির ভাবমূর্তি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে সৌরভের সামনে চ্যালেঞ্জ সিএবির আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনা। কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি স্বজনপোষণের মত একাধিক অভিযোগ রয়েছে ফলে সেই জায়গায় মেরামতি করতে হবে সৌরভকে। প্রতিষ্ঠানে ভাবমূর্তি পুনরুদ্ধার করায় সৌরভের সামনে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ।

দ্বিতীয় কঠিন কাজ অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ম্যাচ আদায় করা। আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ফলে বিশ্বকাপে ভালো ভালো ম্যাচ আনতে হবে সৌরভকে। এর আগে মহারাজ সভাপতি থাকাকালীন ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ইডেনে।

তৃতীয় চ্যালেঞ্জ অবশ্যই ইডেনের দর্শকাসন বাড়াতে হবে। ইডেনে এই মুহূর্তে ৬৬ হাজারের দর্শকাসন রয়েছে। কিন্তু তা যথেষ্ট নয়, আন্তর্জাতিক ম্যাচ এবং আইপিএল ম্যাচে টিকিটের বিরাট চাহিদা থাকে ফলে ইডেনের দর্শকাসন বাড়াতে হবে।  অন্তত ২০ থেকে ২৫ হাজার দর্শক আসন আরও বৃদ্ধি করতে হবে। তার জন্য নতুন স্ট্যান্ড বানাতে হবে।

চতুর্থ, অনেক দিন বাংলা দলের বড় কোন সাফল্য নেই। রঞ্জি ট্রফিতে এর আগে দুইবার সাম্প্রতিক সময়ে ফাইনালে উঠলেও ট্রফি জয় হয়নি। ফলে সৌরভের ভোকাল টনিক বাংলা দলের জন্য কার্যকরী হতে পারে। নতুন ক্রিকেটার তুলে আনতে হবে এর জন্য ভিশন প্রকল্পকে আরও শক্তিশালী করতে হবে সৌরভকে। বাংলায় নতুন ক্রিকেটার উঠে আসছে না এমন অভিযোগ রয়েছে ফলে তৃণমূল স্তরে আরও বেশি জোর দিতে হবে।

আরও পড়ুন :সবাইকে ছাপিয়ে বর্ষসেরা ফুটবলার, ব্যালন ডি’অর জয়ের দিনে মেসিকে স্মরণ দেম্বেলের

নিউটাউন ও ডুমুরজলায় নতুন মাঠ ও অ্যাকাডেমি তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে। একগুচ্ছ চ্যালেঞ্জ নিয়েই সভাপতির আসনে বসেছেন মহারাজ।

 

spot_img

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...