সুপার কাপে বিদেশি নিয়ে কল্যাণের পাল্টি, ফেডারেশনকে চিঠি মোহনবাগানের

Date:

Share post:

ভারতীয় ফুটবলারদের স্বার্থে আসন্ন সুপার কাপে বিদেশি খেলানোর বিষয় বড় পদক্ষেপ নিল মোহনবাগান সুপার জায়ান্ট। এআইএফএফকে চিঠি মারফত আবেদনও করা হয়েছে।

ফেডারেশনের কাছে মোহনবাগান আবেদন করেছে আসন্ন সুপার কাপে চারজন বিদেশিকে একসঙ্গে খেলার নিয়ম করা হোক। তবে ছয় জন বিদেশিকে রেজিস্ট্রেশন করানোর সুযোগ থাকুক। ভারতীয় ফুটবল স্ট্রাইকার সমস্যা প্রকট বিগত কয়েক বছর ধরেই। ভালো স্ট্রাইকার উঠে আসছে না।

সুপার কাপে বিদেশি খেলানো নিয়ে ফেডারেশনকে গুরুত্বপূর্ণ চিঠি পাঠালো মোহনবাগান। আসন্ন সুপার কাপে ছয় জন বিদেশি ফুটবলারকে খেলানো যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন, কিন্তু দেশীয় ফুটবলারদের পাশে দাঁড়াতে এবং ভারতের এক নম্বর ক্লাব হিসেবে এবার ফেডারেশনকে চিঠি দিল সবুজ মেরুন শিবির।

আসন্ন সুপার কাপে ছয় জন বিদেশি কে একসঙ্গে খেলানো যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এর আগে দু’বছর পূর্বে সুপার কাপে এই নিয়ম  ছিল কিন্তু সেই সময় ফিফা উইন্ডোর ম্যাচ ছিল এবার কিন্তু ফিফা উইন্ডোর কোন ম্যাচ নেই ফলে সব ভারতীয় ফুটবলাররাই তাদের নিজে নিজে ক্লাবে হয়ে খেলতে পারবেন সুপার কাপে।

আগেই  ফেডারেশনের সিদ্ধান্ত নিয়েছিল দেশীয় টুর্নামেন্টগুলোতে আরও বেশি করে ভারতীয়দের সুযোগ দেওয়ার। সেই বিষয়ে মৌখিক নির্দেশিকা দেওয়া হয় ক্লাবদের। আইএসএল ব্যতীত অন্য টুর্নামেন্ট গুলিতে যাতে বেশি করে ভারতীয় ফুটবলাররা সুযোগ পান। সেই বিষয়টি নিশ্চিত করার দিকে জোর দেন কল্যাণ চৌবেরা। কিন্তু নিজের অবস্থানই ধরে রাখতে পারেননি কল্যাণ। বেশি বিদেশি খেলানোর দরজা নিজেই খুলে দিয়েছেন ফেডারেশন সভাপতি।

সোমবার রাত ভোরে প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবারের অনুশীলন বাতিল করে দিল মোহনবাগান। শহরবাসীকে নিরাপদে থাকার বিষয়ে পোস্ট করে মোহনবাগান। সেই পোস্ট শেয়ার করেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সনি নর্দি। ইতিমধ্যেই এসিএল-এর পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোলিনা ব্রিগেড।

 

spot_img

Related articles

পুজোয় পুরো শহরটাই আমার পরিবার, বিশ্ব বাংলার সম্মান রক্ষাটা দায়িত্ব

দেবাশিস দত্ত, অফিসার ইন চার্জ, মানিকতলা থানা "মা আসছেন, তাই আবার নাহয় একসাথে একযোগে নতুন করে বাঁচি আর একবার.....

সুরুচির দেওয়ালে ‘বন্দেমাতরম’ লিখলেন: বাংলার স্বাধীনতা সংগ্রাম স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

ভারতের স্বাধীনতা সংগ্রাম বাঙালির মেধা, পরিশ্রম, অনুশীলন ছাড়া সম্ভবই হত না। বারবার বাঙালির প্রতিটি সাফল্যের কাহিনী তুলে ধরতে...

বাংলা বলায় ভিনরাজ্যে পিটিয়ে খুন পরিযায়ী শ্রমিক

বারবার ভিন রাজ্যে আক্রমণের শিকার হতে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের (Bengali Migrant Labour)। এবার কর্ণাটকে বাংলা বলার অপরাধে...

আট তৃণমূল সাংগঠনিক জেলা: চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ অনুসারে ঘোষিত হল রাজ্যের আটটি তৃণমূল সাংগঠনিক জেলার কমিটি। মাদার কমিটির পাশাপাশি মহিলা, যুব...