Wednesday, December 17, 2025

প্যালেস্তাইন রাষ্ট্র তৈরিতে স্বীকৃতি ১৫০ রাষ্ট্রের: হামাস হঠানোর প্রতিশ্রুতি

Date:

Share post:

ইজরায়েল ভেঙে প্যালেস্তাইন হওয়ার পক্ষেই রায় বিশ্বের সংখ্যাধিক দেশের। রাষ্ট্র সঙ্ঘের বিশেষ অধিবেশনে ১৫০-র বেশি দেশের সমর্থনে দুই দেশের নীতিকে সমর্থন জানালেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়েতরেজও (António Guterres)। তিনি স্পষ্ট জানান, প্যালেস্তাইন রাষ্ট্র (State of Palestine) তৈরি হওয়া একটি অধিকার, কোনও পুরস্কার নয়।

প্রত্যাশিতভাবে আমেরিকা প্যালেস্তাইন রাষ্ট্র তৈরিতে সমর্থন জানায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজে উপস্থিত ছিলেন রাষ্ট্রসঙ্ঘে। সেখানে গিয়েও যথারীতি নিজের ঢাক পেটাতে গিয়ে বিশ্বের সাতটি যুদ্ধ থামানোর দাবি করেন তিনি। কিন্তু প্রত্যুত্তরে যে হাততালি আশা করছিলেন ট্রাম্প, তা পাননি। কার্যত রাষ্ট্রসঙ্ঘে এদিনের বক্তব্য পেশে সবথেকে ক্লিশে ছিলেন ট্রাম্প। তার মধ্যেই অবশ্য ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ থামানোর দাবি করেন তিনি।

মধ্য-প্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইজরায়েল ও প্যালেস্তাইনের বিভাজনের প্রয়োজনীয়তা নিয়ে রাষ্ট্রসঙ্ঘে বিশেষ আলোচনার আয়োজন করা হয় রাষ্ট্রসঙ্ঘের ৮০ তম বর্ষের উদযাপনে। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে সেই আলোচনার শুরুতেই ফ্রান্স রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাঁক্রো (Emmanuel Macron) স্পষ্ট করে দেন ফ্রান্স প্যালেস্তাইন রাষ্ট্র তৈরির প্রস্তাবকেই সমর্থন জানাচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্সের যে কর্তব্য, তা এভাবেই পালন করবে তাঁর দেশ।

প্যালেস্তাইন রাষ্ট্রপতি দাবিদার মাহমুদ আব্বাস (Mahmud Abbas) রাষ্ট্রসঙ্ঘের জন্য প্রেরিত বার্তায় হামাসের (Hamas) পতনের পক্ষে সওয়াল করেন। রাষ্ট্রসঙ্ঘের আলোচনায় ভিডিও বার্তা প্রেরণ করেন তিনি। প্রকাশ্যে ৭ অক্টোবর হামাসের হামলার তীব্র নিন্দা করেন। সেই সঙ্গে ইজরায়েল নাগরিকদের পণবন্দি করার ঘটনাকেও ঘৃণ্য বলে দাবি করেন। প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় হামাসের কোনও হস্তক্ষেপ মানা হবে না বলে দাবি করেন। সেই সঙ্গে দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক মঞ্চে অডিট করানোর পরই প্রয়োগের বার্তা দেন।

আরও পড়ুন: মাইকেল জ্যাকসন, ডায়নার সঙ্গে এক আসনে জুবিন! চোখের জলে শেষ বিদায়

রাষ্ট্রসঙ্ঘের আলোচনায় জোরালো বার্তা পেশ করেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ। তিনি দাবি করেন, নিজের দেশের প্রতিরক্ষা তৈরি করা একটি বিষয়। তার অজুহাতে হাসপাতালে বোমা মেরে, ক্ষুধার্ত মানুষের উপর বোমাবর্ষণ করে ৬০ হাজার মানুষকে মেরে ফেলা ভিন্ন একটি বিষয়। ইউরোপিয়ান ইউনিয়নের (EU) প্রেসিডেন্ট উরসুলা ভন লেয়েন ঘোষণা করেন, ইউরোপিয়ান ইউনিয়নের (EU) অন্তর্ভুক্ত দেশগুলি একটি তহবিল তৈরি করছে, প্রাথমিকভাবে প্যালেস্তাইন রাষ্ট্র (State of Palestine) হিসাবে গঠিত হওয়ার পরে আর্থিকভাবে পাশে থাকার জন্য।

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...