মুক্তির একদিন আগেই হাউজফুল (House full) ‘রক্তবীজ ২’। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার মেগাস্টার কাস্টের পুজোর ছবি। ‘রক্তবীজ’ দর্শকদের মনে যে ছাপ ফেলেছিল তার রেশ ধরেই এবার ক্রেজ আরও বেড়েছে। ২৬ তারিখ মুক্তি পাওয়ার কথা থাকলেও একদিন আগেই হৈ হৈ করে শুরু হচ্ছে এবছর পুজোর বাংলা ছবি (Bengali Film)। আর শুরুর আগেই এক কদম এগিয়ে গেল ‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2)। মুক্তির একদিন হাউজফুল নটী বিনোদনী হল।

বৃহস্পতিবার ছবি রিলিজ কিন্তু নতুন নয়। এর আগেও হয়েছে। কিং খানের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে গুরুবারে। আর যে উন্মাদনা দেখা গিয়েছে শাহরুখের ছবি ঘিরে, একই উৎসাহ আবীর-মিমির জুটিকে ঘিরে বাঙালি।

‘রঘু ডাকাত’ ট্রেলার লঞ্চের দিনই দেব জানিয়ে দেন, ছাব্বিশের বদলে ২৫ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। তখনই চ্যালেঞ্জ একসেপ্ট করে উইন্ডোজ। ওই একইদিনে ‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2) রিলিজের ঘোষণা করা হয়। এবার নজর থাকবে টিকিট বিক্রির দিকে। ৪টি ছবির টিকিট বিক্রি কেমন হল তা বোঝা যাবে মুক্তির কয়েকদিন পরে। তবে, মুক্তির আগের দিন সকালেই হলে হাউজফুল বোর্ড ঝোলায় শুরু আগেই বেশ কয়েক কদম এগিয়ে গেল ‘রক্তবীজ ২’।

–

–

–

–

–

–

–