পঞ্জিকার হিসেব বলছে আজ তৃতীয়া পড়েছে। দেবী দুর্গার আবাহন ও বোধনের (Durga Puja) আর মাত্র ৪ দিন বাকি। কিন্তু দুর্যোগের রূপ ধারণ করে ‘বৃষ্টি অসুর’ ফের সবটা ভেস্তে দেবে না তো? সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা অতিভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত কলকাতার সাক্ষী থাকার পর, বুধের সকালেও দুর্যোগ দুর্ভোগের দুশ্চিন্তা কাটছে না মহানগরবাসীর। তৃতীয়ার সকালে কেমন আছে শহর?

- • তিলোত্তমার বেশিরভাগ রাস্তায় জল নেমেছে।
- • বড় বড় রাস্তায় কোথাও আর জল নেই, সকাল থেকে পর্যাপ্ত সরকারি যান রয়েছে
- • ভিআইপি বাজার, টেগোর পার্ক-সহ বাইপাসের প্রায় সব কলোনি এলাকা থেকে জল প্রায় নেমে গেছে
- • ঠনঠনিয়া, বালিগঞ্জ ফাঁড়ি, সন্তোষপুর অ্যাভিনিউ, সিআইটি রোড ও আনন্দপালিত রোডের একাংশে জল জমে থাকায় ধীরগতিতে গাড়ি চলাচল করছে
- • পাটুলি-নিউ গড়িয়া এলাকায় পানীয় জলের সমস্যার খবর মিলেছে
- • শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত, CESC কর্মীদের ঘিরে বিক্ষোভ বালিগঞ্জে
মঙ্গলবারে জলচিত্র বুধবার সকালে অনেকটাই বদলে গেছে। মহানগরের বাসিন্দারা বলছেন, কলকাতা পুরসভা (KMC) ভালো কাজ করায় আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কয়েকটা জায়গায় জল রয়েছে বটে কিন্তু গতকালের থেকে আজ তা অনেকটাই কম। বুধবার যদি আর বৃষ্টি না হয় তাহলে শহরের সব রাস্তা থেকেই জল সম্পূর্ণ নামানো যাবে। যদিও জোয়ারের কারণে লক গেট খোলা বা বন্ধের একটা সমস্যা রয়েছে বলে জানাচ্ছেন পুরসভার কর্মীরা। এদিকে সকাল থেকে শহরতলীর ট্রেন পরিষেবা মোটামুটি স্বাভাবিক রয়েছে বলেই খবর মিলেছে।

–

–

–

–

–

–

–

–