লক্ষ্যমাত্রা ৬৭ লক্ষ টন! নভেম্বর থেকে রাজ্যে শুরু ধান কেনা 

Date:

Share post:

আগামী নভেম্বর থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ২০২৫-২৬ খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া। এর আগে থেকেই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। সম্প্রতি ভিডিও কনফারেন্সে জেলা শাসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

গত মরশুমে রেকর্ড পরিমাণে ধান সংগ্রহ হয়েছিল। ২০২৪-২৫ খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ৫৬ লক্ষ ৩৩ হাজার টন ধান কেনা হয়, যার ৯২ শতাংশ চাল সরকারের গুদামে জমা পড়ে। খাদ্যমন্ত্রী বৈঠকে জানান, জেলা প্রশাসন, সরকারি সংস্থা এবং জেলা স্তরের কর্মীদের উদ্যোগেই এই সাফল্য সম্ভব হয়েছিল।

নতুন মরশুমে ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৭ লক্ষ টন। এর জন্য কৃষকের সংখ্যা আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৩-২৪ মরশুমে যেখানে ১২ লক্ষ ৯৯ হাজার কৃষক নথিভুক্ত ছিলেন, ২০২৪-২৫-এ তা বেড়ে দাঁড়ায় ১৬ লক্ষ ৪৫ হাজার। এবার সেই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত এক কোটি কৃষকের অন্তত ৩০-৪০ শতাংশকে ধান বিক্রির জন্য উৎসাহিত করতে বলা হয়েছে।

খাদ্য দফতরের নির্দেশ, বিডিও ও আধিকারিকরা যাতে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে কৃষকদের সরকারি কেনার প্রক্রিয়ায় যুক্ত করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্তদের ফোনে যোগাযোগ করে ধান বিক্রিতে উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, কৃষকের নামে অন্য কেউ ধান বিক্রি করতে না পারে, তার জন্য কড়া নজরদারি চালানোর বার্তা দিয়েছে দফতর।

আরও পড়ুন – পুজো উদ্বোধনের ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে দমকল কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাংলার উইল পাওয়ারও দেখুন: জলজমা নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব অভিষেকের

একরাতে ৩০০ মিলি বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ আশাপাশের এলাকা। ৪০ বছরের রেকর্ড বৃষ্টি। একদিনে জমা জল...

গর্ভবতী মহিলাকে পুশব্যাক অবৈধ বলেছে হাইকোর্ট: মোদি সরকারকে নিশানা অভিষেকের

বাংলাকে এরা নিপীড়িত শোষিত করে রাখতে চেয়েছে। হাই কোর্টের একটা অর্ডার এসেছে বীরভূমের গর্ভবতী মহিলাকে এবং তার সঙ্গে...

বাংলায় দুর্গাপুজো হয় না যাঁরা বলতেন তাঁরাই এখন মণ্ডপ উদ্বোধন করেছে, শাহকে একহাত অভিষেকের

বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। অথচ বাঙালি কেন অনেক অবাঙালিরাও এই বাংলার দুর্গাপুজো নিয়ে দারুণ উত্তেজিত থাকেন। কিন্তু...

বিদ্যাসাগরের মূর্তির কাছে ক্ষমা চান শাহ: গর্জে উঠলেন অভিষেক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিনে কলকাতায় এসেও তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানোর সৌজন্য দেখালেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর...