Tuesday, December 16, 2025

রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

Date:

Share post:

নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার। ভরপুর অ্যাকশন। সঙ্গে ইমোশন আর ভরপুর রোমান্স। আছে দুটি আইটেম নম্বর। পুজোর উপহার এইসব কিছু নিয়েই পুজোর মরশুমে দর্শকের দরবারে হাজির নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2)। ছবিটি ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’-এর সিক্যুয়ল। আগের ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই ছবি টর্নেডো আনবে।

এখানে ঘটনার স্রোত এগিয়েছে আগের সূত্র ধরেই। যদিও লক্ষ্য পরিবর্তিত। অপরাধী কে, শুরুতেই পরিষ্কার। তিনি কীভাবে লক্ষ্য পূরণে এগোন এবং আদৌও সফল হন কি না, সেটাই জানান দিয়েছে ছবি। মুহূর্তে মুহূর্তে ঘটেছে বাঁকবদল। শিহরণ ছড়িয়েছে শেষ মুহূর্তেও।

আইজি পঙ্কজ সিংহ, এসপি সংযুক্তা মিত্র, ইনস্পেকটর নিত্যানন্দ এবারেও আছেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছায়ায় অনিমেষ চট্টোপাধ্যায় কিংবা তাঁর বড়দি গৌরী দেবীও আছেন। তবে এবারের কাহিনির মূলে রয়েছেন মুনির আলম। ছদ্মবেশে একটার পর একটা অপরাধ ঘটাতে থাকেন। শেষপর্যন্ত কী হয়? তোলা থাক দর্শকদের জন্য। তবে এটুকু বলা যায়, ছবিটি চাহিদা পূরণে সফল। ভারত ও বাংলাদেশের সম্পর্কের নানাদিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে সৌহার্দ্য। বলা হয়েছে, জঙ্গিদের কোনো দেশ থাকে না। তাদের বিরুদ্ধে লড়তে হবে হাতে হাত রেখে। কাঁধে কাঁধ মিলিয়ে।
আরও খবর: রক্তবীজ ২: সিক্যুয়ালে আরও বড় ধামাকা! খেল্ দেখালেন ‘পঙ্কজ-সংযুক্তা’ আর শিবু-নন্দিতা

‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2) ছবির বড় সম্পদ অভিনয়। পঙ্কজ চরিত্রে আবির চট্টোপাধ্যায়, সংযুক্তা চরিত্রে মিমি চক্রবর্তী ফাটাফাটি কাজ করেছেন। নিত্যানন্দ চরিত্রে কাঞ্চন মল্লিক আগের মতোই যথাযথ। অনিমেষ চট্টোপাধ্যায় চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মার্জিত অভিনয় মন ছুঁয়েছে। গৌরী দেবী চরিত্রে অনসূয়া মজুমদার ঠিকঠাক। এসেছে কিছু নতুন চরিত্রও। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্রে সীমা বিশ্বাসের অভিনয় মনে রাখার মতো।

তবে সবাইকে ছাপিয়ে গেছেন অঙ্কুশ হাজরা। তিনিই এখানে মুনির আলম। কয়েকটি স্তর রয়েছে তাঁর চরিত্রে। উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জিনিয়া সেন। বনি চক্রবর্তী, অনুপম রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার সুরারোপিত গানগুলো পুজোয় মুখে মুখে ফিরবে। মাঝেমধ্যেই বাংলা ছবির পাশে দাঁড়ানোর আর্জি আসে। ‘রক্তবীজ ২’ দেখার পর মনে হল, এমন ছবি তৈরি হলে আর্জি জানানোর দরকার নেই, দর্শকরা এমনিতেই প্রেক্ষাগৃহে লাইন লাগাবেন।

spot_img

Related articles

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...