Monday, January 12, 2026

রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

Date:

Share post:

নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার। ভরপুর অ্যাকশন। সঙ্গে ইমোশন আর ভরপুর রোমান্স। আছে দুটি আইটেম নম্বর। পুজোর উপহার এইসব কিছু নিয়েই পুজোর মরশুমে দর্শকের দরবারে হাজির নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2)। ছবিটি ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’-এর সিক্যুয়ল। আগের ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই ছবি টর্নেডো আনবে।

এখানে ঘটনার স্রোত এগিয়েছে আগের সূত্র ধরেই। যদিও লক্ষ্য পরিবর্তিত। অপরাধী কে, শুরুতেই পরিষ্কার। তিনি কীভাবে লক্ষ্য পূরণে এগোন এবং আদৌও সফল হন কি না, সেটাই জানান দিয়েছে ছবি। মুহূর্তে মুহূর্তে ঘটেছে বাঁকবদল। শিহরণ ছড়িয়েছে শেষ মুহূর্তেও।

আইজি পঙ্কজ সিংহ, এসপি সংযুক্তা মিত্র, ইনস্পেকটর নিত্যানন্দ এবারেও আছেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছায়ায় অনিমেষ চট্টোপাধ্যায় কিংবা তাঁর বড়দি গৌরী দেবীও আছেন। তবে এবারের কাহিনির মূলে রয়েছেন মুনির আলম। ছদ্মবেশে একটার পর একটা অপরাধ ঘটাতে থাকেন। শেষপর্যন্ত কী হয়? তোলা থাক দর্শকদের জন্য। তবে এটুকু বলা যায়, ছবিটি চাহিদা পূরণে সফল। ভারত ও বাংলাদেশের সম্পর্কের নানাদিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে সৌহার্দ্য। বলা হয়েছে, জঙ্গিদের কোনো দেশ থাকে না। তাদের বিরুদ্ধে লড়তে হবে হাতে হাত রেখে। কাঁধে কাঁধ মিলিয়ে।
আরও খবর: রক্তবীজ ২: সিক্যুয়ালে আরও বড় ধামাকা! খেল্ দেখালেন ‘পঙ্কজ-সংযুক্তা’ আর শিবু-নন্দিতা

‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2) ছবির বড় সম্পদ অভিনয়। পঙ্কজ চরিত্রে আবির চট্টোপাধ্যায়, সংযুক্তা চরিত্রে মিমি চক্রবর্তী ফাটাফাটি কাজ করেছেন। নিত্যানন্দ চরিত্রে কাঞ্চন মল্লিক আগের মতোই যথাযথ। অনিমেষ চট্টোপাধ্যায় চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মার্জিত অভিনয় মন ছুঁয়েছে। গৌরী দেবী চরিত্রে অনসূয়া মজুমদার ঠিকঠাক। এসেছে কিছু নতুন চরিত্রও। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্রে সীমা বিশ্বাসের অভিনয় মনে রাখার মতো।

তবে সবাইকে ছাপিয়ে গেছেন অঙ্কুশ হাজরা। তিনিই এখানে মুনির আলম। কয়েকটি স্তর রয়েছে তাঁর চরিত্রে। উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জিনিয়া সেন। বনি চক্রবর্তী, অনুপম রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার সুরারোপিত গানগুলো পুজোয় মুখে মুখে ফিরবে। মাঝেমধ্যেই বাংলা ছবির পাশে দাঁড়ানোর আর্জি আসে। ‘রক্তবীজ ২’ দেখার পর মনে হল, এমন ছবি তৈরি হলে আর্জি জানানোর দরকার নেই, দর্শকরা এমনিতেই প্রেক্ষাগৃহে লাইন লাগাবেন।

spot_img

Related articles

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...