পুজোর আগে আরেক নয়া অবতারে কুণাল!

Date:

Share post:

সাংবাদিক, লেখক, প্রাক্তন সাংসদ, ছাত্র নেতা, বর্তমান শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক- এইসব পরিচয় তো ছিলই। সুগায়ক বলেও পরিচিত। এর আগে সিনেমায় স্ক্রিপ্ট লেখা বা পরিচালনাতেও সহযোগীর ভূমিকায় দেখা গিয়েছে। সম্প্রতি বাংলা ছবিতে অভিনয় করছেন। কিন্তু আজকাল.ইন-র সৌজন্যে পুজোর আগেই একেবারে নয়া অবতারে দেখা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সঙ্গে ‘নায়িকা’ও আছেন।

কিছুদিন আগে আজকাল.ইনের সাংবাদিক শ্যামশ্রীর সঙ্গে ছবি পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (Social Media Handle) কুণাল লিখেছিলেন, এবার একটা নতুন কাজ করতে চলেছেন তিনি। যেটা করতে তিনি রাজি ছিলেন না। কিন্তু সাংবাদিকই তাঁকে রাজি করিয়েছেন। বিষয়টা কী- তা নিয়ে কৌতুহল তখনই তৈরি হয়। তারপর নানা জল্পনা। প্রথম ছবির পরে কুণালের দ্বিতীয় ছবিতে অভিনয়ের খবর প্রকাশ হলে, এই বিষয়টা একটু বিস্তৃতির আড়ালে চলে যায়। কিন্তু তৃতীয়ার সন্ধিতেই চমক।

রংবেরঙের ধুতি-পাঞ্জাবি (যে পোশাকে সাধারণত কুণাল ঘোষকে দেখা যায় না) পরে তিনি রীতিমতো মডেলের মতো পোজ় দিচ্ছেন। একা নন, সঙ্গে একজন নায়িকাও আছেন। তাঁর সঙ্গে একেবারে মধুর সব মুহূর্ত। এই ছবি প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল। কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য নিয়েই যা শোরগোল হয়, তাতে এই ছবি প্রকাশ্যে আসার পরে তা দ্বিগুণ হবে বলাই বাহুল্য। তবে চমকের এখানেই শেষ ছিল না। কিছুক্ষণ পরে রিলিজ হয় এটার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এই নায়িকার সঙ্গে ছাদে, বাগানে, বেঞ্চে ঘুরে বেড়াচ্ছেন কুণাল এবং পরিবেশের সঙ্গে সঙ্গে তাঁর পোশাক বদল হচ্ছে একেবারে পেশাদার মডেলের মতো।

তবে আজকাল.ইনকে কুণাল জানিয়েছেন, এই ভূমিকা নিয়ে একেবারেই কনফিডেন্ট ছিলেন না তিনি। তবু নতুন বিষয় দেখে তাঁর আগ্রহ বাড়ে। প্রস্তাব মেনে কাজে নেমে পড়েন। সেই সাক্ষাৎকারে এসেছে তৃণমূল মুখপাত্রের পুজো-প্রেম সব কথাই। পুজো নিয়ে বরাবরই মাতোয়ারা কুণাল ঘোষ। তাঁর পাড়ার পুজো রামমোহন সম্মিলনীতে তিনিই উদ্যোক্তা। এসবের মধ্যে তাঁর এই নতুন অবতার নিয়ে এখন চর্চা তুঙ্গে।

spot_img

Related articles

বাংলার উইল পাওয়ারও দেখুন: জলজমা নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব অভিষেকের

একরাতে ৩০০ মিলি বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ আশাপাশের এলাকা। ৪০ বছরের রেকর্ড বৃষ্টি। একদিনে জমা জল...

গর্ভবতী মহিলাকে পুশব্যাক অবৈধ বলেছে হাইকোর্ট: মোদি সরকারকে নিশানা অভিষেকের

বাংলাকে এরা নিপীড়িত শোষিত করে রাখতে চেয়েছে। হাই কোর্টের একটা অর্ডার এসেছে বীরভূমের গর্ভবতী মহিলাকে এবং তার সঙ্গে...

বাংলায় দুর্গাপুজো হয় না যাঁরা বলতেন তাঁরাই এখন মণ্ডপ উদ্বোধন করেছে, শাহকে একহাত অভিষেকের

বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। অথচ বাঙালি কেন অনেক অবাঙালিরাও এই বাংলার দুর্গাপুজো নিয়ে দারুণ উত্তেজিত থাকেন। কিন্তু...

বিদ্যাসাগরের মূর্তির কাছে ক্ষমা চান শাহ: গর্জে উঠলেন অভিষেক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিনে কলকাতায় এসেও তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানোর সৌজন্য দেখালেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর...