পুজোয় ঠাকুর দেখতে শিয়ালদহ শাখায় ৩১টি স্পেশাল ট্রেন

Date:

Share post:

পুজোর ভিড় সামাল দিতে এবার রাতেও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ শাখা (Sealdah)। রেলের তরফে জানানো হয়েছে, পুজোর সময় যাত্রী চাহিদা মেটাতে ২৭ এবং ২৮ সেপ্টেম্বর থেকে ১ এবং ২ অক্টোবর পর্যন্ত মোট ৩১টি বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। জানানো হয়েছে, শিয়ালদহ মেইন ও শিয়ালদহ উত্তর শাখায় পুজো স্পেশাল হিসেবে মোট ১৯টি ট্রেন চলবে। শিয়ালদহ দক্ষিণ শাখায় চালানো হবে নোট ১২টি ট্রেন। আরও পড়ুনঃ প্যান্ডেল হপারদের জন্য অতিরিক্ত মেট্রো: জেনে নিন কোথায় কখন

শিয়ালদহ মেইন: শিয়ালদহ-রানাঘাট এবং নৈহাটি শিয়ালদহ শাখায় রাত ৯.৪০ থেকে ভোর ৩.১০ পর্যন্ত মোট ৬টি ট্রেন চলবে। যার মধ্যে শিয়ালদহ রানাঘাট দুটি, নৈহাটি রানাঘাট দুটি এবং শিয়ালদহ নৈহাটি দুটি। শিয়ালদহ-কল্যাণী শাখায় রাত ৯.১০ থেকে ভোর ২.৫৫ পর্যন্ত মোট ৪টি ট্রেন চলবে। রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর লাইনে রাত ১১.৪৫ থেকে ভোর ৪.৫৫ পর্যন্ত মোট পাঁচটি ট্রেন চালানো হবে। যার মধ্যে রানাঘাট-কৃষ্ণনগর একটি, কৃষ্ণনগর-নৈহাটি দুটি, কৃষ্ণনগর-কল্যাণী একটি এবং কল্যাণী-রানাঘাট একটি।
শিয়ালদহ উত্তর: বনগাঁ-বারাসাত-শিয়ালদা শাখায় রাত ১০.২০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত চলবে মোট ৪টি ট্রেন। শিয়ালদা-বনগাঁ দুটি, শিয়ালদা-বারাসাত দুটি।
শিয়ালদহ দক্ষিণ: শিয়ালদহ-বারুইপুর শাখায় রাত ১১.৪০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত চলবে মোট ৬টি ট্রেন। শিয়ালদহ-বারুইপুর দুটি এবং বালিগঞ্জ-বারুইপুর চারটি।
শিয়ালদহ-বজবজ শাখায় রাত ১১.৩০ থেকে ভোর ৩.৪০ পর্যন্ত চলবে মোট ৬টি ট্রেন। যার মধ্যে রয়েছে শিয়ালদহ-বজবজ দুটি এবং নিউ আলিপুর-বজবজ চারটি।

এছাড়াও, পুজোয় ভিড় সামলাতে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পথ নির্দিষ্ট করা হয়েছে। জানানো হয়েছে,
প্ল্যাটফর্ম ১-৫-এর লোকাল/মেমু যাত্রীরা বেরোবেন প্রফুল্ল গেট দিয়ে।
প্ল্যাটফর্ম ৬-১০-এর যাত্রীরা বেরোবেন নর্থ গেট দিয়ে।
মেট্রোযাত্রীরা বেরোবেন মেইন গেট সংলগ্ন মেট্রো গেট দিয়ে।
সাধারণ যাত্রীরা বেরোবেন সাউথ মেট্রো গেট ও সাউথ গেট দিয়ে।
আরও একটি বাইরে যাওয়ার রাস্তা রয়েছে পার্সেল গেট ও জিআরপি অফিস গেট দিয়ে।

স্টেশনে প্রবেশ করার ক্ষেত্রে রয়েছে ডেয়ারি শপ হয়ে মেইন গেট, মেইন গেট, ট্যাক্সি স্ট্যান্ড বা সাবওয়ে গেট দিয়ে মেট্রো কিংবা দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে। খোলা থাকবে শিয়ালদহ সাউথ স্টেশন গেটও। মেল বা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ট্রাফিক পুলিশের পোস্টের পেছনে অবস্থিত সেন্ট অ্যাম্বুলেন্স গেট ব্যবহার করতে হবে। ব্যবস্থা রয়েছে পেইড পার্কিংয়েরও। অ্যাম্বুলেন্স গেট থেকে সাউথ গেটের মাঝের এলাকায় পে়ইড পার্কিং করা যাবে। জানানো হয়েছে, ডেয়ারি পয়েন্টকে প্রথম ডাইভারশন হিসেবে ব্যবহার করা হবে। সেখান থেকে যাত্রীদের মেইন গেট, সেন্ট অ্যাম্বুলেন্স গেট অথবা সাউথ গেটের দিকে পাঠানো হবে।

spot_img

Related articles

পুজোয় পুরো শহরটাই আমার পরিবার, বিশ্ব বাংলার সম্মান রক্ষাটা দায়িত্ব

দেবাশিস দত্ত, অফিসার ইন চার্জ, মানিকতলা থানা "মা আসছেন, তাই আবার নাহয় একসাথে একযোগে নতুন করে বাঁচি আর একবার.....

সুরুচির দেওয়ালে ‘বন্দেমাতরম’ লিখলেন: বাংলার স্বাধীনতা সংগ্রাম স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

ভারতের স্বাধীনতা সংগ্রাম বাঙালির মেধা, পরিশ্রম, অনুশীলন ছাড়া সম্ভবই হত না। বারবার বাঙালির প্রতিটি সাফল্যের কাহিনী তুলে ধরতে...

বাংলা বলায় ভিনরাজ্যে পিটিয়ে খুন পরিযায়ী শ্রমিক

বারবার ভিন রাজ্যে আক্রমণের শিকার হতে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের (Bengali Migrant Labour)। এবার কর্ণাটকে বাংলা বলার অপরাধে...

আট তৃণমূল সাংগঠনিক জেলা: চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ অনুসারে ঘোষিত হল রাজ্যের আটটি তৃণমূল সাংগঠনিক জেলার কমিটি। মাদার কমিটির পাশাপাশি মহিলা, যুব...