আগে সোনার উত্তরপ্রদেশ-বিহার-অসম গড়ে দেখান: শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

ফের একবার রাজ্যে এসে  ‘সোনার বাংলা’ গড়ার ফাঁকা আওয়াজ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার কিছুক্ষণের মধ্যেই বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগর কলেজে শ্রদ্ধা জানানোর পরে অমিত শাহকে (Amit Shah) তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, উনি সোনার বাংলা গড়ার কথা বলছেন ভালো। কিন্তু তার আগে বলুন, যে সব জায়গায় বিজেপি (BJP) ক্ষমতায় আছে, সেই সব রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা, অসম সোনার হল না কেন? কেন সেখান ব্রিজ ভেঙে জায়, রাস্তা ধসে পড়ে? তীব্র কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। একই সঙ্গে তিনি ফের বাংলার বকেয়ার দাবি তোলেন। বলেন, সোনার বাংলা গড়ার আগে বাংলার বকেয়া যে ২ লাখ কোটি টাকা আটকে রেখেছেন তা কবে ছাড়বেন সেই জবাব দিন।

অমিত শাহের সোনার বাংলা গড়ার প্রসঙ্গে ফের রাজ্যের বকেয়া নিয়ে সরব হলেন অভিষেক। বলেন, ভালো কথা কিন্তু ওনাকে আগে জিজ্ঞেস করতে হবে, দু লাখ কোটি টাকা যে বাংলার টাকা আটকে রেখেছেন ওই টাকা কবে ছাড়বেন। কোন খাতে ওই টাকা আটকে রেখেছেন। যদি অমিত শাহ বলেন, আমি মিথ্যে কথা বলছি তাহলে তিনি বলুন তিনি কখন কোন চ্যানেলে বসতে চান, আমি ডকুমেন্ট নিয়ে সেখানে পৌঁছে যাব।

এর পরে বিজাপিশাসিত রাজ্যগুলি উদাহরণ তুলে তীব্র কটাক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”কিছুদিন আগে বিহারে রাস্তার ধসে গেল, কই সোনার বিহার তো বানাতে পারেনি! গুজরাট, মহারাষ্ট্রে প্রতিদিন ব্রিজ ভেঙে যাচ্ছে। সেখানে তো সোনার গুজরাট, সোনার মহারাষ্ট্র তৈরি হল না। বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে আপনারা উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে খরচ করছেন। কিন্তু সেই সব জায়গা তো সোনার উত্তরপ্রদেশ, সোনার বিহার, সোনার অসম হল না।”

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতৃত্বের দাবিকে নিশানা করেন অভিষেক বলেন, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছেন, সেখানে আগে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে দেখান। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই। তাহলে, সেখানে মহিলাদের এই প্রকল্প শুরু করতে পারলেন না কেন- ধুয়ে দিলেন অভিষেক।

spot_img

Related articles

চলন্ত বাসে ভয়াবহ আগুন, রাজস্থানের ঘটনার পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে! মৃত একাধিক

শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার (Kurnul District) চিন্নাটেকুর গ্রামের কাছে বাইকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে (bus accident in...

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...