Sunday, December 7, 2025

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

Date:

Share post:

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন পল্লি, নলিন সরকার স্ট্রিট, কুমোরটুলি পার্ক থেকে শুরু করে দক্ষিণে সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, একডালিয়া কিংবা ত্রিধারা—সব জায়গাতেই একই দৃশ্য, মানুষের কালো মাথা।

ত্রিধারা সম্মিলনীতে এবারের থিম চলো ফিরি। মণ্ডপে ঢুকলেই যেন অঘোরি তান্ত্রিকদের ডেরা। নেপথ্যে দেবাদিদেব মহাদেব, সঙ্গে বাজছে সঙ্গীত। বেনারসের হরিশচন্দ্র ঘাট থেকে আসা অঘোরিদের নাচ আর অঙ্গভঙ্গি উপভোগ করছেন দর্শনার্থীরা। সন্ধ্যা নামতেই সেখানে উপচে পড়ছে ভিড়।

অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেও জমজমাট ভিড়। বুর্জ খলিফা, ডিজনিল্যান্ডের পর এবার সাজ নিউ জার্সির অক্ষরধাম। মহালয়ার পর থেকেই সেখানে ভিড়ের ছবি ধরা পড়লেও পঞ্চমী সন্ধ্যায় তা রীতিমতো বিস্ফোরিত হয়েছে।

শহরের অন্যান্য পুজোর মধ্যে বালিগঞ্জ ২১ পল্লির ভাবনা সংবহন নজর কেড়েছে বহু দর্শনার্থীর। রাত গভীর হলেও রাজপথে যেন সবে সন্ধে নেমেছে। জনসমাগম সামলাতে নাজেহাল হতে হয়েছে পুলিশকেও।

তবে পুজোর জৌলুসের মধ্যেও খানিক মনখারাপ ঢাকিদের। ষষ্ঠীতে পা পড়লেও এখনও বায়না হয়নি অধিকাংশ ঢাকির। শিয়ালদহ স্টেশনে ঢাকের বোল উঠলেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঢাকিদের চোখে তাই হতাশার ছায়া। পঞ্চমীর রাতেই শহর মাতোয়ারা, হাতে এখনও বাকি আরও পাঁচ দিন।

আরও পড়ুন – উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শীতের ইনিংস চলবে, আগামী ৭ দিন পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরে কুয়াশার দাপট, দক্ষিণে শীতের (Winter) আমেজ। আগামী এক সপ্তাহ জুড়ে আবহাওয়ার এমনই মেজাজ দেখবেন বঙ্গবাসী। রবিবাসরীয় শীতের...

উত্তরপ্রদেশে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনোর জেলার মোবারকপুর খাদার গ্রামে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এদিনের ঘটনায়...

আলাস্কায় ভূমিকম্প, গভীর রাতে কেঁপে উঠলো কানাডাও!

উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Earthquake in Alaska) অঞ্চলে শনিবার রাতে অনুভূত হলো গভীর কম্পন। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.০।...

সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড গোয়ার নৈশক্লাবে! মৃত অন্তত ২৫ আহত ৫০

শনির রাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire erupts at a nightclub in...