Saturday, November 15, 2025

দক্ষিণেশ্বরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে রানি রাসমণির জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ লোকমাতা রানী রাসমণির ২৩৩তম জন্মদিন। দক্ষিণেশ্বর (Dekkhineswar) কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী রানি রাসমণি ১৭৯৩ সালের ২৬শে সেপ্টেম্বর, বাংলা ১২০০ সালের ১১ই আশ্বিন হালিশহরের কাছে কোনা গ্রামে জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, “লোকমাতা রানি রাসমণির জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলার নবজাগরণের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। আপন সময়ে বাংলার জনজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আমার গর্ব, তাঁর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দির-সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নে আমরা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মতো খরচ করেছি। পুরো এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। স্কাইওয়াক করা হয়েছে। আমি তার নাম রেখেছি ‘রানী রাসমণি স্কাইওয়াক’। শুধু স্কাইওয়াকই নয়, এখানে যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোও আমার শুরু করা। দক্ষিণেশ্বর রেল স্টেশনকে মন্দিরের আদলেও আমিই করেছি।”

প্রসঙ্গত, রানি রাসমণি সেই সময়ে সমাজ সংস্কারক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন তিনি। গঙ্গা স্নানের জন্য আহিরিটোলা ঘাট, বাবু ঘাট, নিমতলা ঘাট নির্মাণ করেছিলেন শুধু তাই নয়, শবদেহ দাহ করার জন্য নিমতলা ঘাটে একটি বড় ছাউনি তৈরি করে দিয়েছিলেন। হিন্দুদের মধ্যে ধর্মীয় বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

spot_img

Related articles

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...