দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার মহাষষ্ঠী। মায়ের বোধন। তবে বাঙালির ঠাকুর দেখার প্ল্যানিংয়ে বার বার ভিলেন হচ্ছে বৃষ্টি। মহাষষ্ঠীর সারাদিন কেমন থাকবে কলকাতা তথা রাজ্যের আবহাওয়া (Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

পঞ্চমীর দিনে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত না হওয়ায় মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছিল। বোধনের দিনেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রবিবার ষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ষষ্ঠীতে একেবারে বৃষ্টি হবে না, এমন নিশ্চয়তা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তাঁরা বলছেন, ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

রাজ্যবাসীকে অস্বস্তিতে ফেলতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷রবিবার বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ৷ কলকাতার আকাশ মূলত থাকবে মেঘাচ্ছন্ন ৷মাঝে মধ্যেই হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷

পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ফলে পুজোর দিন গুলো হয়ত ভিলেন হবে না বৃষ্টি।

আরও পড়ুন :শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৭ডিগ্রির আশেপাশে থাকবে । দিনের আকাশ থাকবে মেঘলা ৷ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর, দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে।

–

–

–
–
–