জুবিনের মৃত্যুতে নয়া মোড়, গ্রেফতার ম্যানেজার ও আয়োজক

Date:

Share post:

সিঙ্গাপুরে জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু স্বাভাবিক নয়। দাবি তুলেছিলেন গায়কের পরিবার এবং তাঁর ভক্ত-সমর্থকেরা। অনুরাগীরা সন্তুষ্ট ছিলেন না তাঁর ময়না তদন্তের রিপোর্ট নিয়েও। তাঁর মৃত্যুর ঘটনায় এবার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

জুবিনের (Zubeen Garg) মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই বিশেষ দল গঠন হয়েছে। গায়কের ম্যানেজারকে তাঁর মৃত্যুর জন্যে দায়ী করে গ্রেফতার করা হয়েছে। জুবিনের ম্যানেজার এবং অনুষ্ঠানের আয়োজককে ইতিমধ্যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছে এবং এসআইটির অধীনে দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শ্যামকানু সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে সিদ্ধার্থকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-গভীর হচ্ছে নিম্নচাপ: কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সর্তকতা জারি

গত সপ্তাহে ইন্টারপোলের মাধ্যমে শ্যামকানু এবং সিদ্ধার্থর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গের। তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়েছিলেন। স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের খিঁচুনি হয় জলের মধ্যেই। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। জুবিনের হঠাৎ এমন আকস্মিক মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠেছে।

জুবিনের মৃত্যুতে তাঁর স্ত্রী গরিমা বলেন, “জুবিনের ম্যানেজার জানতেন যে জুবিনের জল বা আগুনের কাছাকাছি যাওয়া উচিত নয়, কারণ তাতে তাঁর মৃগী রোগের অ্যাটাক শুরু হতে পারে। পরিবার ভরসা করেছিল যে জুবিনের সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা তাঁর খেয়াল রাখবেন, কিন্তু তা হয়নি। সিঙ্গাপুরে যাওয়ার সময় বাড়ি থেকে ওষুধপত্র পাঠানো হলেও জুবিন তাঁর জন্য নির্ধারিত ওষুধ খেয়েছিলেন কিনা? তা নিয়েও নিশ্চিত নন গরিমা। তিনি আরও জানান, “২০২৪ সালের অগাস্ট মাসে তাঁর একবার অ্যাটাক হওয়ার পর থেকে তিনি কেবল একটি-ই ওষুধই খেতেন। আমি বলে দিয়েছিলাম যে তিনি যেখানেই যান—তা বাড়িতে হোক, গাড়িতে হোক বা স্টুডিওতে—তাঁর ওষুধ যেন থাকে।”

আরও পড়ুন-মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

পাশাপাশি এখনও পর্যন্ত জুবিনের ফোন হাতে পাননি গরিমা। সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গরিমার আরও সংযোজন, ঘটনার আগের দিন জুবিন তাঁর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু স্কুবা ডাইভিংয়ের কোনও পরিকল্পনার কথা উল্লেখ করেননি। তাই তাঁর ধারণা, জুবিন নিজেও হয়তো এই বিষয়ে বিশেষ জানতেন না।

_

_

_

_

 

spot_img

Related articles

প্রয়াত কিংবদন্তি ছান্নুলাল মিশ্র, শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ

প্রয়াত হলেন ধ্রুপদী সঙ্গীতের জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব পণ্ডিত ছান্নুলাল মিশ্র (Chhannulal Mishra)। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ...

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না...

পরনে লাল শাড়ি- গলায় সোনার গয়না, চণ্ডীপাঠে মগ্ন অপরাজিতা

তারকাদের পুজো সেলিব্রেশনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় (social media)যখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, তখন তার থেকেও দ্রুতগতিতে ছড়িয়ে...

“শুটিংয়ে ধ্যানস্থ বুম্বাদা”, প্রসেনজিৎ-র জন্মদিনে অজানা গল্প শোনালেন পরিচালক

শ্রেয়া বসুআজ 'ভবানী পাঠক' থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাংলা জুড়ে প্রেক্ষাগৃহে এখন টলিউডের 'ইন্ডাস্ট্রি' 'ভবানী পাঠক নামেই পরিচিত।...