Sunday, December 7, 2025

লক্ষ্য ওডিআই বিশ্বকাপ, অধিনায়ক গিলের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা

Date:

Share post:

টেস্টের পর একদিনের নেতা হয়েছেন শুভমান গিল।  ভবিষ্যতে তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে শুভমান গিলকে। টেস্ট নেতৃত্ব আগেই পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়েই ওয়ান ডে  ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলের যাত্রা শুরু হচ্ছে।  একদিনের দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন গিল।

অধিনায়ক হয়ে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকেই (ICC ODI World Cup) পাখির চোখ করছেন গিল। কিন্তু বিশ্বকাপের আগে যে কঠিন পরীক্ষা রয়েছে গিলের সামনে। অস্ট্রেলিয়া সিরিজের পর থাকবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ।  অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ আছে। ২০২৬ সালে ঘরে বাইরে প্রায় ২০টি একদিনের ম্যাচ আছে। এই ম্যাচগুলিও অধিনায়ক গিলের কাছে কঠিন পরীক্ষা।

বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিও বার্তায় গিল বলেছেন, “বিশ্বকাপের আগে সম্ভবত ২০টা একদিনের ম্যাচ পাবো। আর অবশ্যই সবচেয়ে বড় লক্ষ্য, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ।একদিনের বিশ্বকাপের আগে একটা দারুণ মরশুম কাটাতে চাই। আশা করি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে পুরোপুরি তৈরি থাকব এবং বিশ্বকাপটা জিতব। এই দলের প্রত্যেকটা প্লেয়ার তার জন্য সেরাটা দেবে। আমরা বিশ্বকাপের আগে প্রতিটা ম্যাচে সেরাটা দেব এবং আশা করি বিশ্বকাপও জিতব।”

একদিনের ক্রিকেটে নেতৃত্বদান সম্পর্কে গিল আরও বলেন, “এক দিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়াটা একদিকে যেমন দায়িত্ব তেমনই আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভাল খেলেছে। আমার কাছে এটা গর্বের ব্যাপার। আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।”

spot_img

Related articles

নোদাখালি জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে! 

দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে (Nodakhali, North 24 parganas) বাড়ির পাশে জঙ্গল থেকে ৪০ বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন...

শীতের ইনিংস চলবে, আগামী ৭ দিন পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরে কুয়াশার দাপট, দক্ষিণে শীতের (Winter) আমেজ। আগামী এক সপ্তাহ জুড়ে আবহাওয়ার এমনই মেজাজ দেখবেন বঙ্গবাসী। রবিবাসরীয় শীতের...

উত্তরপ্রদেশে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনোর জেলার মোবারকপুর খাদার গ্রামে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এদিনের ঘটনায়...

আলাস্কায় ভূমিকম্প, গভীর রাতে কেঁপে উঠলো কানাডাও!

উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Earthquake in Alaska) অঞ্চলে শনিবার রাতে অনুভূত হলো গভীর কম্পন। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.০।...