দুই প্রধানের সদস্যদের জন্য টিকিটের ব্যবস্থা, মেসির সামনেই হবে ডার্বি!

Date:

Share post:

মেসি(Leo Messi) ম্যানিয়ায় মাততে চলেছে কলকাতা(Kolkata)। ডিসেম্বরে ভারত সফরে আসছেন আর্জেন্টাইন রাজপুত্র।  কলকাতা, মুম্বই এবং দিল্লি এই তিন শহরে রয়েছে মেসির একাধিক  অনুষ্ঠান, তবে মেগা শো রয়েছে কলকাতার যুবভারতীতে।  কলকাতা ডার্বির সাক্ষী থাকবেন  বিশ্বকাপজয়ী অধিনায়ক! মেসির সঙ্গে এবার দুই প্রধানকে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে উপস্থিত থাকবেন মেসি। একটি বিশেষ ম্যাচ করার পরিকল্পনা ছিল উদ্যোক্তা শতদ্রু দত্তের। তবে ম্যাচটি হতে পারে মিনি ডার্বি। ১১ জন করে ফুটবলার থাকবেন দুই দলেই। মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্সের এই ম্যাচে দুই দলের ফুটবলাররা অংশ নিতে পারেন। যুবভারতীর ভিআইপি বক্সে বসেই ডার্বির সাক্ষী থাকবেন স্বয়ং রাজপুত্র।  জয়ী দলকে পুরস্কারও দিতে পারেন মেসি স্বয়ং।

এখানেই শেষ নয়, দুই প্রধানের সদস্যদের জন্য থাকছে টিকিট সংরক্ষণের ব্যবস্থাও।  মেসি-র ইভেন্টের জন্য অফ লাইন টিকিট কাউন্টার খোলা হবে কলকাতার কয়েকটি জায়গায়। সেখানেই ইস্ট-মোহনের সদস্যরা তাদের কার্ড দেখিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন।  এমনকি ইনস্টলমেন্টে টিকিট কাটতে পারবেন দর্শকরা।

ডিস্ট্রিক অ্যাপে শুরু হয়েছে টিকিট বিক্রি। কলকাতার যুবভারতীতে ১৩ ডিসেম্বর মেসির একটি মেগা ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টের জন্য টিকিটের সর্বনিন্ম দাম ৩৮৩৫ টাকা। অ্যাপে টিকিট বিক্রির সঙ্গে সঙ্গেই ফুটবলপ্রেমীদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। কলকাতায় মেসির সঙ্গে থাকতে পারেন বার্সেলোনা তারকাও। সঙ্গে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে থাকবেন শাহরুখ খান, আমির খানরা। সেই  ইভেন্টের জন্য সর্বনিন্ম টিকিটের দাম ৭০৮০ টাকা। ভারত সফরে মেসির শেষ গন্তব্য হবে দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন।

 

 

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...