Sunday, November 16, 2025

দুর্গত উত্তরবঙ্গের পাশে টলিউড, বিপর্যয় মোকাবিলা তহবিলে ৩৩ লক্ষ টাকা দান

Date:

উত্তরবঙ্গের (North Bengal) প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়াল টলিউড (Tollywood)। কলাকুশলী ও প্রযোজকদের যৌথ মঞ্চ মিলে রাজ্যের ‘রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল’-এ মোট ৩৩ লক্ষ টাকা দান করা হয়। বুধবার, টালিগঞ্জে একযোগে সাংবাদিক বৈঠক করে এই কথা জানাল ফেডারেশন, ইম্পা, সুরিন্দর ফিল্মস-সহ অন্যান্যরা।ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, এই উদ্যোগের নেতৃত্বে ছিল Federation of Cine Technicians and Workers of Eastern India, যাঁরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে টলিউডের সমস্ত কলাকুশলী, টিভি সিরিয়ালের প্রযোজক, ইমপা, জি বাংলা, সান বাংলা সহ চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়ার সকলকে এই মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে কলাকুশলীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা করে প্রত্যেকে অর্থ সাহায্য করেন। স্বরূপ নিজেও ব্যক্তিগতভাবে টাকা দিয়ে সাহায্য করেছেন। সব মিলিয়ে ফেডারেশন ২৮ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান সংগ্রহ করেছে। এর পাশাপাশি, ইমপা (Eastern India Motion Pictures Association)-এর পক্ষ থেকে আরও ৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ লক্ষ টাকা।এই উদ্যোগে বিশেষভাবে সহযোগিতা করেছেন ক্যামেলিয়া গ্রুপ-এর কর্ণধার। যাঁর আর্থিক অনুদান ফেডারেশনের এই বিশেষ উদ্যোগকে আরও সফল করেছে। ফেডারেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, “ফেডারেশন সবসময়ই যেকোনো মানবিক কাজে অগ্রণী ভূমিকা নিয়ে এসেছে। আজও সেই ঐতিহ্য বজায় থাকল। ভবিষ্যতেও আমরা সমাজের পাশে থেকে এ ধরনের উদ্যোগে সদা সচেষ্ট থাকব-এই আমাদের অঙ্গীকার। আমরা আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা এই মানবিক উদ্যোগে ফেডারেশনের সঙ্গে একাত্ম হয়েছেন। এই ঐক্য ও সহমর্মিতা আমাদের টলিউডের প্রকৃত শক্তি।”

ছিলেন Federation of Cine Technicians and Workers of Eastern India-এর তরফ থেকে স্বরূপ বিশ্বাস, Eastern India Motion Pictures Association-এর পক্ষ থেকে পিয়া সেনগুপ্ত, Surinder Mis Films Pvt. Lid-এর তরফে নিসপাল সিং-সহ অনেকে।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version