Sunday, November 16, 2025

বিজেপির ওডিশায় পুলিশে নিয়োগের পরীক্ষায় ৩০০ ‘চাকরি বিক্রি, মূল অভিযুক্ত পলাতক

Date:

বিজেপির আরেক নাম দুর্নীতি ও অপশাসন! এবার ওড়িশায়(Odisha) পুলিশের সাব ইনস্পেক্টর (এসআই) পদে নিয়োগের পরীক্ষায় দুর্নীতি ঘিরে চাঞ্চল্য। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)-র তদন্তে দেখা গিয়েছে ৩০০টি পদে নিয়োগের জন্য চাকরি বিক্রি করার চেষ্টা করা হয়েছিল।

নকল অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষার্থীদের একাংশের পরীক্ষার জায়গা পাল্টানো হয়েছে বলে দেখা গিয়েছে। তদন্তকারীরা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, অবৈধ উপায়ে চাকরি পাওয়ার জন্য পরীক্ষার্থীরা টাকা দিলেই ভুয়ো অ্যাডমিট কার্ড দেওয়া হত।

এখানেই শেষ নয়, নিজের সুবিধা মত এমন জায়গায় তাদের পরীক্ষার সেন্টার ফেলা হত, যেখানে পরীক্ষার্থীরা যথেচ্ছ কারচুপির করার সুযোগ পাবেন। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা এটিকে  “সংগঠিত অপরাধী চক্র” ধরে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে।

ক্রাইম ব্রাঞ্চের (সিবি) বিবৃতিতে বলা হয়েছে , প্রাথমিক তদন্তে উঠে এসেছে,  একটি সংঘবদ্ধ অপরাধ চক্র আর্থিক লাভের জন্য অনৈতিক উপায় অবলম্বন করে পরীক্ষা প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তদন্তকারীদের নজরে ওড়িশার দু’টি বেসরকারি সংস্থা ‘সিলিকন’ এবং ‘পঞ্চসফ্ট’ রয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত ১১৪ জন পরীক্ষার্থীকে যারা বাসে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। ১৮৬ জন পরীক্ষার্থী বেপাত্তা। ওড়িশার এই চাকরি দুর্নীতিতে শঙ্কর প্রুস্টি নামের এক ব্যক্তিকেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। জানা যাচ্ছে, শঙ্কর নেপাল হয়ে দুবাই পালিয়ে গিয়েছেন। গ্রেফতারি এড়াতে শঙ্কর প্রুস্টি এবং তার ঘনিষ্ঠ সহযোগী মুনা মোহান্তি, আরও তিনজনের সাথে, ওড়িশা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।

অন্যান্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন দীপ্তিময়ী সাহু, শ্রীকান্ত মহারাণা এবং সুকান্ত মহারাণা ওরফে রিঙ্কু। শঙ্কর প্রুস্টি এবং মুনা মোহান্তির বিরুদ্ধে এর আগে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল, যার ফলে তাদের বিরুদ্ধে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

:শুক্র পর্যন্ত বৃষ্টি নেই, শনিতে ফের হাওয়া বদলের ইঙ্গিত দক্ষিণবঙ্গে!

কিন্তু এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে চাকরি দুর্নীতিতে মূল অভিযুক্ত কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন এত সহজে? লুকআউট সার্কুলার জারি হওয়ার পরেও কেউ কিভাবে দেশ ছেড়ে পালাতে পারে?হাইকোর্ট শীঘ্রই তাঁদের আগাম জামিনের আবেদনের শুনানি করবে বলে মনে করা হচ্ছে।

Related articles

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...
Exit mobile version