বাংলার অস্মিতা রক্ষায় লড়বে বাংলারই যোদ্ধারা। প্রত্যক্ষভাবে সেই রণাঙ্গনে পা ফেলার মঞ্চ তৈরি করে দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার শুধু অপেক্ষা সেই যোদ্ধাদের দিয়ে বাংলাবিরোধীদের মুখের উপর জবাব দেওয়ার। অভিষেকের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ (Ami Banglar Digital Joddha) প্রচার শুরু হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া। ২৪ ঘণ্টায় ৫০ হাজারের বেশি আবেদন (application) এসেছে বাংলার সেনা হওয়ার জন্য।

গোটা বাংলায় অন্তত ১৫ হাজার ডিজিটাল যোদ্ধা নেওয়ার পরিকল্পনা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেই লক্ষ্যে তিনি নিজেই বার্তা দিয়ে ভিডিও (video message) পোস্ট করেন বৃহস্পতিবার। বুথস্তরে কাজ করে সেই যোদ্ধারা ডিজিটাল মাধ্যমে বাংলা বিরোধী (Anti-Bengali) অপপ্রচার, কুৎসাকে জবাব দেবে। তার জন্য দেড় মাস ধরে সদস্য সংগ্রহ হবে। এবং শেষে হবে প্রশিক্ষণও।

আরও পড়ুন: সঙ্কটে ভরসা ‘দিদি’-ই, বিকল্প পেশার দাবিতে নবান্নে চিঠি রিকসা চালকদের

বৃহস্পতিবার অভিষেক এই প্রচারে মাঠে নামার পরই শুরু হয়ে গিয়েছে তৃণমূল সমর্থকদের মধ্যে উন্মাদনা। শুক্রবার দুপুর পেরোতে না পেরোতেই ৫০ হাজারেরও বেশি মানুষ নিজেদের এই পদের যোগ্য মনে করে আবেদন (application) করেছেন। একদিনেই যেখানে এই বিপুল সাড়া, সেখানে দেড় মাস যে এই কাজের জন্য আবেদন উপচে পড়বে, তা বলাই বাহুল্য।

–

–

–

–

–

–