Sunday, November 16, 2025

একদিনেই টেস্ট-টি টোয়োন্টির যুগলবন্দি!২২ গজে অবাক করা নতুন ফর্ম্যাট

Date:

সময়ের সঙ্গে বদলে গিয়েছে ক্রিকেট। টেস্ট থেকে ওডিআই হয়ে টি২০। বিগত কয়েক দশকে অনেক বদল হয়েছে ২২ গজের খেলাতে। এবার টেস্টের সঙ্গে টি২০-র যুগলবন্দি। টেস্টের সঙ্গে মিশে যাচ্ছে টি২০। কেমন হবে গোটা বিষয়টি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

খেলাটির নাম হবে টেস্ট টোয়েন্টি( Test 20)। নয়া ফর্ম্যাটে মোট ৮০ ওভার খেলা হবে। প্রতিটা দল খেলবে দুটো ইনিংসে ব্যাট করার সুযোগ পাবে। প্রতিটা ইনিংস হবে ২০ ওভারের। প্রতিটা ইনিংসের রান পরের ইনিংসে যোগ হবে। একদমই টেস্ট ক্রিকেটের ধাঁচে।  একটি দল দুটো ইনিংস মিলিয়ে ৪০ ওভার ব্যাটিং করবে। ৮০ ওভারের  পুরো ম্যাচটাই শেষ হবে এক দিনে।

বর্তমানে টি২০ ক্রিকেটের দাপটে টেস্ট ক্রিকেট ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে। ফলে নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে আইসিসিকে। আগামী বছর জানুয়ারি থেকে এই নতুন ফর্ম্যাট শুরু হবে। তবে সিনিয়র দলে নয় এই ফর্ম্যাট পরীক্ষামূলকভাবে শুরু হবে বয়স ভিত্তিক দলে। ১৩ থেকে ১৯ বছরের ক্রিকেটে এই ফর্ম্যাটে খেলা শুরু হবে। তারপর মহিলা ক্রিকেটে সেটা প্রয়োগ করা হবে।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স, ম্যাথিউ হেডেন, ক্লাইভ লয়েড এবং হরভজন সিং-এর মতো ক্রিকেটাররা এর উপদেষ্টা বোর্ডে রয়েছেন। সবাই এই ফরম্যাটটিকে আরও বেশি রোমাঞ্চকর এবং সৃজনশীল বলে মনে করছেন। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ২০-র আনুষ্ঠানিক প্রবেশ ঘটেনি, তবে রিপোর্ট অনুযায়ী জানুয়ারিতে টেস্ট ২০ খেলা হবে।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version