সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
শুক্রবার, বাগবাজার গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাগবাজার দিশা কালচারাল অ্যাকাডেমি’র ত্রয়োদশ বর্ষের বাৎসরিক অনুষ্ঠান ‘উড়ান ২০২৫’ ।অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জী বাংলা খ্যাত ডান্স বাংলা ডান্স খ্যাত কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী প্রতাপ রায় (Pratap Roy), প্রতিষ্ঠানের কর্ণধার নন্দিনী সাহা-সহ (Nandini Saha) পরিচালনায় ছিলেন পারমিতা রায়। উপস্থিত ছিলেন শিশু শিল্পী, অভিনেত্রী অনুমেঘা কাহালি যাকে দেখা গিয়েছে ‘কাবুলিওয়ালা’ ছবিতে, এছাড়াও ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’ ও একাধিক বাংলা ধারাবাহিকে, এছড়াও ছিলেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত শিশু শিল্পী হাম্পটি ও নৃত্যশিল্পী পরী।
আজ থেকে তেরো বছর আগে একবুক আশা নিয়ে বাংলার বুকে বিশ্বজনীন নিখুঁত নৃত্যশিল্পী গড়ে তোলার ব্রত নিয়ে গড়ে ওঠে ‘বাগবাজার দিশা কালচারাল অ্যাকাডেমি’, বর্তমানে যার ছাত্রছাত্রী সংখ্যা প্রায় কয়েকশো ছুঁয়েছে। সেই সঙ্গে এখানকার প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীরা ছড়িয়ে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে।এদিন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম প্রদর্শনের পাশাপাশি সৃজনশীল ও ভিন্ন ধর্মী নৃত্য ও ছাত্র-ছাত্রীদের অবিভাবিকাদের নৃত্য সংমিশ্রণে এক অপূর্ব সন্ধ্যার সাক্ষী রইল গিরিশ মঞ্চ।
এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো পরিচালক ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে নৃত্য আলেখ্য ‘সপ্তম ঋতু’, বলাই বাহুল্য এই নৃত্য আলেখ্য দর্শকদের মন জয় করে, করতালিতে গমগম করে ওঠে গোটা অডিটরিয়াম। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বার্ষিক নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে। সব মিলিয়ে এক সৃজনশীল বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী রইলেন দর্শকরা।

–

–

–

–

–

–

–

–
